X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

স্কুলছাত্রী হিরা মনির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ১৬:২২আপডেট : ১৬ জুন ২০২০, ১৭:৩৬

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের ছাত্রী হিরা মনির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে গত ১২ জুন পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রিজভী বলেন, ‘বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। হিরা মনিকে নির্যাতন করে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এছাড়া, যশোরে নিখোঁজ ছাত্রদল নেতা ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি করে রিজভী বলেন, ‘করোনার মধ্যেও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ত্রাণ বিতরণের সময় মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। নির্যাতন করে কারাগারে পাঠানো হচ্ছে। এরকম চলতে থাকলে করোনার মধ্যেও আমরা রাস্তায় আন্দোলন গড়ে তুলবো।’

সরকার কয়েকটি দর্শন চালু করেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ক্যাসিনো চালু করেছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন ও ধর্ষণ চালু করেছে। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র হত্যা করে নবউদ্যমে বাকশাল চালু করেছে—এই হচ্ছে প্রধানমন্ত্রী ও সরকারের রাষ্ট্রদর্শন। এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কত হিরা মনিকে ধর্ষণের শিকার হতে হয়েছে তার কোনও ইয়ত্তা নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার করোনা মোকাবিলা করতে পারে নাই। ৭১ শতাংশ হাসপাতালের নিরাপত্তাকর্মীকে নিরাপত্তা না দিতে পারায় করোনা চিকিৎসা দেওয়া যায়নি। ৮২ পার্সেন্ট স্বাস্থ্যকর্মীকে করোনা মোকাবিলার কোনও যন্ত্রপাতি দিতে পারেনি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম করোনা পরীক্ষা করা হয়েছে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন, ওমর ফারুক কাউসার প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘কারও দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না’
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিএনপি নেতার ছেলের ছুরিকাঘাত বাবা-মা আহত
জবির আন্দোলনে সংহতি জানালেন সাবেক শিক্ষার্থীরা, উপস্থিত বিএনপি নেতারাও
সর্বশেষ খবর
আজ খোলা থাকবে সরকারি অফিস
আজ খোলা থাকবে সরকারি অফিস
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন