X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দরিদ্রদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৬

অসুস্থ ও দুস্থ নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন বের হলে দেশের প্রতিটি হতদরিদ্র মানুষ যাতে বিনামূল্যে পায় তা নিশ্চিত করতে হবে।’ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত অসুস্থ ও দুস্থ নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় জিএম কাদের বলেন, ‘ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। কিন্তু যাদের টাকা আছে তারা ভ্যাকসিন পাবে আর যাদের নেই তারা পাবে না, এমন পরিস্থিতি যেন না হয়।’

করোনা চিকিৎসা সম্বন্ধে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি সরকারি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা নিশ্চিত করতে হবে। যেসব হাসপাতালে করোনা চিকিৎসা সেবা আছে সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আর যেসব হাসপাতালে করোনা ইউনিট নেই সেগুলোতে জরুরি ভিত্তিতে চালু করতে হবে।’

করোনা নিয়ে দেশের মানুষ মারাত্মক বিভ্রান্তিতে আছে বলে দাবি করে তিনি বলেন, ‘কেউ জানে না করোনা সংক্রমণ বেড়েছে নাকি কমেছে। আবার মৃত্যু হার বেড়েছে নাকি কমেছে তাও পরিষ্কার নয়। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা ইউনিট ফাঁকা, চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে। কিন্তু এখনও করোনা আক্রান্ত রোগী নিয়ে মানুষের হাসপাতালে হাসপাতালে ছোটাছুটির সংবাদ পাওয়া যাচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের কাজের সমন্বয়হীনতা পরিষ্কারভাবে ফুটে উঠেছে।’

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন– প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।

 

/এএইচআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’