X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঢাকা-১৮ উপনির্বাচন: আ. লীগ প্রার্থীর প্রচারণায় মির্জা আজম ও এস এম কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২৩:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০২:১৭

ঢাকা-১৮ উপনির্বাচন: আ. লীগ প্রার্থীর প্রচারণায় মির্জা আজম ও এস এম কামাল জমে উঠেছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসানের প্রচারণা। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রচারণায় যোগ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ঢাকা মহানগর উত্তরের নেতারাও।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নম্বর ওয়ার্ড,  দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানা এলাকা নিয়ে গঠিত।

রবিবার (২৫ অক্টোবর) রাতে উত্তরার একটি বেসরকারি কনভেনশন সেন্টারে হাবীব হাসানের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন। এ সময় ঢাকা মহানগর উত্তরের সব সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। মতবিনিময়কালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ছাত্রলীগ ঢাকা মহানগরের সভাপতি ইব্রাহীম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত  সভা চলছিল। সভায় আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিকে হাবীবের পক্ষে রবিবার উত্তর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডে (দক্ষিণখান) দিনব্যাপী গণসংযোগ করা হয়। এ সময় প্রার্থীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে নৌকার জন্য ভোট চান। এছাড়া পাড়া-মহল্লার উল্লেখযোগ্য মোড় এবং রাজপথে লিফলেট বিলি করেন তারা। আসন্ন উপনির্বাচনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান এসব নেতা।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ