X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঢাকা-১৮ উপনির্বাচন: আ. লীগ প্রার্থীর প্রচারণায় মির্জা আজম ও এস এম কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২৩:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০২:১৭

ঢাকা-১৮ উপনির্বাচন: আ. লীগ প্রার্থীর প্রচারণায় মির্জা আজম ও এস এম কামাল জমে উঠেছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসানের প্রচারণা। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রচারণায় যোগ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ঢাকা মহানগর উত্তরের নেতারাও।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নম্বর ওয়ার্ড,  দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানা এলাকা নিয়ে গঠিত।

রবিবার (২৫ অক্টোবর) রাতে উত্তরার একটি বেসরকারি কনভেনশন সেন্টারে হাবীব হাসানের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন। এ সময় ঢাকা মহানগর উত্তরের সব সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। মতবিনিময়কালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ছাত্রলীগ ঢাকা মহানগরের সভাপতি ইব্রাহীম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত  সভা চলছিল। সভায় আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিকে হাবীবের পক্ষে রবিবার উত্তর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডে (দক্ষিণখান) দিনব্যাপী গণসংযোগ করা হয়। এ সময় প্রার্থীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে নৌকার জন্য ভোট চান। এছাড়া পাড়া-মহল্লার উল্লেখযোগ্য মোড় এবং রাজপথে লিফলেট বিলি করেন তারা। আসন্ন উপনির্বাচনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান এসব নেতা।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
সর্বশেষ খবর
জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল টুন্ডা বাবু
জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল টুন্ডা বাবু
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’