X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

উগ্র সাম্প্রদায়িক শক্তি প্রতিরোধ করা হবে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৬:০৭আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৬:০৭

সাঈদ খোকন সাম্প্রতিক সময়ে উগ্র সাম্প্রদায়িক শক্তির আনাগোনা বেড়েছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাঈদ খোকন বলেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে কোনও মূল্যে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

শনিবার (২৮ নভেম্বর) অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যু বার্ষিকীতে আজিমপুর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন। মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

সাঈদ খোকন বলেন, ‘ঢাকাবাসীর প্রিয় নেতা আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ ২৫ বছর নেতৃত্ব দিয়েছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হয় জনক বঙ্গবন্ধুর একান্ত সহকারী হিসেবে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সবই শহরের মানুষের জন্য করে গেছেন। জনতার মঞ্চ গঠনসহ তার স্বৈরাচারবিরোধী আন্দোলন এই শহরের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।’

তিনি আরও বলেন, ‘তিনি নির্বাচিত মেয়র হিসেবে এই শহরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করে গেছেন। তুরাগ থেকে শুরু করে বুড়িগঙ্গা, ধলেশ্বরী থেকে শুরু করে শীতলক্ষ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় তার উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতি চিহ্ন আজও নগরবাসীর হৃদয়ে নাড়া দেয়।’ মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া

সাবেক মেয়র বলেন, ‘তিনি ধর্মপ্রাণ এবং ধর্মভীরু মুসলমান ছিলেন। ধর্মের প্রতি অনুরাগ তার চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য। সঙ্গে সঙ্গে তিনি উগ্র সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাব পোষণ করতেন এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। আজ তার চতুর্দশতম মৃত্যুবার্ষিকী। এই সময়ে আমরা দেখতে পাই উগ্র সাম্প্রদায়িক শক্তির হাতছানি। তিনি যে উন্নয়নের মাধ্যমে মানবসেবার আদর্শ রেখে গেছেন তার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।’

তিনি তার বাবার রাজনৈতিক উদারতা গ্রহণ করার জন্য নতুন প্রজন্মকে আহ্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন মান্নান কচি প্রমুখ।

 

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
সর্বশেষ খবর
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল