X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

নূরুল হুদার নির্বাচন পরিচালনার যোগ্যতা নেই: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৯:৪৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৯:৪৮

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নির্বাচন কমিশন পরিচালনার কোনও যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ক্ষসতাসীন দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে এক যোগদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক হুইপ সৈয়দপুরের নেতা শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, এই নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষ কোনও সংস্থা নয়। এই প্রতিষ্ঠানটি এখন সরকারের ও আওয়ামী লীগের একটা লেজুড়ভিত্তিক  সংগঠন হয়ে দাঁড়িয়ে গেছে। মূলত তারা তাদের একটা অঙ্গ সংগঠনের পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটার দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে, তারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের পরিণত করেছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘এই নির্বাচনে যা হয়েছে, তা আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন। বিএনপির এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি। তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা এখন হচ্ছে, প্রত্যেকটি নির্বাচনেই প্রশাসনকে পুরোপুরি ব্যবহার করা হচ্ছে। বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই পুলিশ প্রশাসন।’

দলে নতুন যোগদানকারী নেতা শওকত চৌধুরীকে বরণ করে নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘শওকত চৌধুরীকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, যে গণতান্ত্রিক আন্দোলন চলছে, সৈয়দপুরের জনগণকে সঙ্গে নিয়ে তিনি তাতে নেতৃত্বে দেবেন।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, সৈয়দপুর বিএনপির সদস্য সচিব শাহীন আখতার, রংপরের জেলা সভাপতি সাইফুল ইসলাম,চেয়ারপারসনের কার্যালয়ের রিয়াজ উদ্দিন নসু, শায়রুল কবির খানসহ সৈয়দপুরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় হামলা অব্যাহত রেখে যুদ্ধবিরতির আলোচনার প্রস্তুতি ইসরায়েলের
গাজায় হামলা অব্যাহত রেখে যুদ্ধবিরতির আলোচনার প্রস্তুতি ইসরায়েলের
গাজীপুরে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা
গাজীপুরে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা
৬৩ কিমি বাতাসের গতি নিয়ে মোংলা অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল
৬৩ কিমি বাতাসের গতি নিয়ে মোংলা অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল
শতাধিক বন্দিকে মুক্তি দিলো ইয়েমেনের হুথিরা
শতাধিক বন্দিকে মুক্তি দিলো ইয়েমেনের হুথিরা
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী