X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বিশ্বব্যাংকের প্রস্তাবের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান রবের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৯:৩৯আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৯:৩৯

বিশ্বব্যাংকের  ‘রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক’ এর প্রস্তাব কোনওক্রমেই বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। তারা বলেন, ‘বিশ্বব্যাংকের এই প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা  ঝুঁকিতে পড়বে এবং এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করবে তুলবে। বিশ্বব্যাংকের এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।’

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডির নেতারা এসব কথা বলেন।  

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের প্রস্তাবের অর্থ হলো উদ্বাস্তুদের সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ভবিষ্যতে আরও বেশি উদ্বাস্তু গ্রহণের সক্ষমতা অর্জন করা এবং উদ্বাস্তুদের নিবন্ধনের আওতায় এনে সামাজিক পরিচয়পত্রও প্রদান করা।

আ স ম আবদুর রব ও ছানোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিশ্বব্যাংক বাস্তুচ্যুতির মূল সংকট সমাধানে কার্যকর ভূমিকা না রেখে উদ্বাস্তুদের দায়দায়িত্ব আশ্রয়দানকারী দেশের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। এতে বাংলাদেশের ক্ষেত্রে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাঁধা হয়ে দাঁড়াবে। রোহিঙ্গা সঙ্কটের সমাধানের একমাত্র পথ হচ্ছে তাদের নিজ ভূমিতে টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসন।’

বিবৃতিতে বলা হয়, সংবাদপত্রের মাধ্যমে জানা যায় বিশ্ব ব্যাংকের প্রস্তাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘প্রবল আপত্তি’ রয়েছে, যা খুবই সাহসী ও ইতিবাচক অবস্থান। আমরা মনে করি জাতীয় স্বার্থে এ ব্যাপারে সরকারকে তার অবস্থান দ্রুত সুস্পষ্ট করতে হবে।

বিবৃতিতে বিশ্বব্যাংকের এই ধরনের পরামর্শের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলসহ সকল সামাজিক শক্তিগুলোকে সোচ্চার ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান জেএসডি নেতারা।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা
‘কার্গো ভিলেজের কোল্ডস্টোরেজ আরও বড় করা হবে’
‘কার্গো ভিলেজের কোল্ডস্টোরেজ আরও বড় করা হবে’
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল