X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘দেশের প্রতিটি সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৯:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২২, ২১:৫৫

মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণ চালিয়েছিল হানাদার বাহিনী ও তার দোসররা। স্বাধীনতার ৫১ বছর পরও তাদের প্রেতাত্মারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানুষকে নির্যাতনের জন্য ওত পেতে আছে। তাই স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের অবশিষ্ট চিহ্নটুকু শেষ না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে দায়িত্ব পালন করে যেতে হবে।

শুক্রবার (২১ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পাবনার সাথিয়ার গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে আয়োজিত গৌরীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের সই করা পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানা যায়।

মো. শামসুল হক টুকু বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির উত্তরসূরিরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে। আওয়ামী লীগকে তাই সর্বদা সতর্ক ও বিপদে জনগণের পাশে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। আমি নিজেও কোনও দিন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিপক্ষে যাইনি, দুর্যোগ এলে আওয়ামী লীগের কর্মীদের বুকে নিয়ে আবারও সেই দুর্যোগ প্রতিরোধ করবো।’

‘দেশের প্রতিটি সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে’

সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

এর আগে নন্দনপুর মৎস্য খামার পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে দেশের প্রতি ইঞ্চি আবাদযোগ্য জমি চাষ করতে হবে। সেখানে শাকসবজি, মৎস্য ও ফলফলাদি আবাদ করে দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করতে হবে।’

সম্মেলনে মো. আব্দুল ওহাব মাস্টারের সভাপতিত্বে এবং মো. সাইফুল ইসলাম মুকুলের সঞ্চালনায় সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন বক্তব্য দেন।

বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন