X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩৮

গ্যাস, তেল, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (২৫ জানুয়ারি)  জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই ঘোষণা দেন।

মান্না বলেন, একটা কর্মসূচির পর আরেক কর্মসূচি আসে। আমরা আসি, যাই—আবার আসি। কিন্তু প্রত্যেকটি কর্মসূচিই একটির চেয়ে আরেকটি আরও শক্তিশালী আরও সাহস সঞ্চার করে। আগামী আমরা আবারও রাস্তায় আসবো আরও শক্তি সঞ্চার করে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দমন করো শোষণ করো, কণ্ঠ রোধ করে শাসন করো—এইপথে যেয়ে পুরো দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ।

একক ভাবে শাসন করার বাসনা এটা যে টেকে না আগের ইতিহাস পরের ইতিহাস সবই প্রমাণ করেছে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচারী একদলীয় শাসক জনগণের অধিকার পদদলিত করে যে শাসন এটা টেকে না। আজকে শেখ হাসিনার মাথায় একই ভূত চেপেছে। তিনি নতুন কায়দায় বাকশাল করতে চাইছেন।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যারা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জীবন দিয়েছেন তারা এরকম একটা রাষ্ট্র দেখতে চায়নি। আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশ ও দেশের মুক্তি ছিনিয়ে আনতে হবে।

এসময় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্যরা।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
স্মরণ সভায় বক্তারাসরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব দেশকে বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে
অবিলম্বে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি গণতন্ত্র মঞ্চের
পুলিশের মানসিকতা ও কাজের কোনও পরিবর্তন হয়নি: মান্না
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!