X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনের ঘনঘটায় আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতিতে ভাটা

পাভেল হায়দার চৌধুরী
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২০

আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদ (স্থানীয় সরকার) নির্বাচনের ঘনঘটায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতিতে ভাটা পড়েছে। কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সবাই এখন ব্যস্ত নির্বাচন নিয়ে। সম্মেলন নিয়ে এই মুহূর্তে আগ্রহ নেই কোনও কেন্দ্রীয় নেতার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় সরগরম, দফায়-দফায় কেন্দ্রীয় নেতারা বৈঠকও করছেন। তবে, এর সবই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে। সম্মেলন নিয়ে এ মুহূর্তে তাদের কোনও আয়োজন নেই। অথচ, ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন।
তবে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, সম্মেলনের আরও একমাসেরও বেশি সময় বাকি রয়েছে। সময়মতো সব কাজ শেষ হয়ে যাবে। এ নিয়ে আমাদের কোনও দুশ্চিন্তা নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঠিক সময়ে আমরা প্রস্তুতিও শেষ করে ফেলব। সম্মেলনের ব্যাপারে কার্যক্রম শুরু না হলেও ভাবার কোনও কারণ নেই, সম্মেলন পিছিয়ে যাবে। সময়মতো সম্মেলন অনুষ্ঠিত হবে।
দাফতরিক সূত্র জানায়, দলের ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে এর প্রস্তুতি সম্পন্ন করতে খসড়া সাব-কমিটি গঠন করা হয়েছে বেশ কিছু দিন আগে। দলের কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টা পরিষদ সদস্যদের প্রধান করে এসব খসড়া সাব-কমিটি গঠন করেছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, এ সব সাব-কমিটি এখনও কোনও বৈঠকে বসতে পারেনি। সম্মেলন নিয়ে একে অন্যের সঙ্গে কোনও কথাও বলেননি ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে। এ প্রথম ইউপি নির্বাচন  দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্রীয় নেতাদের  ব্যস্ততাও বেড়েছে। তবে, সম্মেলন অনুষ্ঠান নিয়ে তাদের ভেতরে কোনও সন্দেহ-সংশয় নেই বলে জানান কেন্দ্রীয় নেতারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, আওয়ামী লীগ এক সপ্তাহ সময় পেলে সম্মেলন আয়োজন সম্পন্ন করতে পারবে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত। তাই সম্মেলন নিয়ে এখনও কার্যক্রম শুরু হয়নি।

তবে, একটি সূত্র জানায়, আবারও অনিশ্চয়তার মুখে পড়তে পারে আওয়ামী লীগের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন। সর্বশেষ দলের কার্যনির্বাহী সংসদের সভায় আগামী ২৮ মার্চ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কারণে সম্মেলন অনিশ্চয়তার মুখে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে অনেকের ভেতরে।

বিভিন্ন  সূত্রে অনিশ্চয়তার তথ্য পাওয়া গেলেও ক্ষমতাসীন দলের নেতারা জানান, সম্মেলন নির্ধারিত তারিখেই হবে।   

এদিকে, ডিসেম্বরে সম্মেলন করার ব্যাপারে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও ওই সময়ে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলন অনুষ্ঠান থেকে সরে এসেছে আওয়ামী লীগ। এবারও ইউনিয়ন নির্বাচনের কারণে সম্মেলন পিছিয়ে যেতে পারে।

অবশ্য গত ৯ জানুয়ারি কার্যনির্বাহী সংসদের সভায় ৬ মাসের মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কোনও কোনও নেতা বলছেন, কার্যনির্বাহী সংসদের সভায় ৬ মাস মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে। মার্চে না হলেও আমরা কোনও জটিলতায় পড়ব না।

কেন্দ্রীয় একটি সূত্র জানায়, মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কেন্দ্রীয়ভাবে এ নির্বাচন দেখভাল করা হবে। এর ভেতরে সম্মেলন সম্পন্ন করা কত খানি সম্ভব হবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

/এমএনএইচ/ আপ-এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ