বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দেশের বিরাজমান পরিস্থিতির ওপর আলোচনা করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সবাই জোর দেন। দেশের কোথাও কোনও দুষ্কৃতিকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান, মহাসচিব মোমিনুল আমিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান ও দফতর সম্পাদক জাবেদুর রহমান।
গতকাল রবিবার গণঅধিকার পরিষদ নুরুল হক নুর অংশের নেতাদের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির।