নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সরজমিনে দেখা যায়, জিরো পয়েন্টে অবস্থান নিয়ে মুর্হুমুহু স্লোগান দিচ্ছেন অবস্থানকারীরা। তাদের কারও কারও হাতে লাঠিসোঁটাও দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ছাড়াও গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। কিছুক্ষণ পরপরই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট দলে যোগ দিচ্ছেন জিরো পয়েন্টের অবস্থান কর্মসূচিতে।
এসময় তাদের 'ফাঁসি দে রে, ফাঁসি দে/ হাসিনারে ফাঁসি দে/রশি লাগলে রশি নে, মুগ্ধ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, আবু সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, ওই হাসিনা দেখে যা/আইছেরে তোর বাপেরা, আওয়ামী লীগের গুন্ডারা রাজপথে নামিস না/তড়িঘড়ি করি না, ধরলে কিন্তু ছাড়ি না', স্লোগান দিতে দেখা যায়।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, 'আমরা এই ফ্যাসিবাদের অডিও রেকর্ডিংগুলো শুনেছি। তাদের অপরাধ করার প্রবণতা অনুযায়ী তাদের পরিকল্পনা ছাত্র-জনতাকে হত্যা করা, তারা ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বেশ কিছু প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে চায়। কারণ এসব জায়গা থেকে আন্দোলনের দ্বিতীয় জন্ম হয়েছিল। তারা আজ যে নামার ঘোষণা দিয়েছে, আমরা শুনেছি তারা রাতে এখানে আনাগোনা করছে। আমরা এখানে পাহারা দিচ্ছি, আমরা দেখতে চাই- তাদের কত সাহস। তারা আমাদের অনেক ভাইয়ের চোখ নিয়ে নিয়েছে, হাত নিয়ে নিয়েছে, পা নিয়েছে। আমরা এখানে অবস্থান করছি সেই হিসাবগুলো নেওয়ার জন্য, অসমাপ্ত হিসাব সমাপ্ত করার জন্য। তাদের বিচারের মুখোমুখি হতেই হবে।'
এরআগে, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে করা পোস্টে রবিবার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা। এই কর্মসূচি ঘোষণার পরপরই গুলিস্তানে জড়ো হতে থাকে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এরআগে, শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।