X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

যারা ‘গুপ্ত’ বলে তাদের উদ্দেশ্য আছে: শিবির সেক্রেটারি

জবি প্রতিবদেক
০৭ মার্চ ২০২৫, ০১:৩০আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:৩০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম বলেছেন, ‘এখন যারা বলছে গুপ্ত, বের হয়ে আসবেন কিনা। ইনটেনশনলি তারা এগুলো বলে। কেউ যদি ছাত্রশিবির করে দুর্নীতি না করে, ধর্ষণ না করে, টেন্ডারবাজি না করে, কারও কোনও সমস্যা আছে তাতে? আমাকে কেন শিবিরের লোগো লাগিয়ে ঘুরে বেড়াতে হবে? যারা এগুলো বলে তাদের আলাদা ইনটেনশন আছে।’

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনের সভাপতি সুবর্ণ আসসাইফ, শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম, শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, ‘কী ইনটেনশন আমি জানি না। নাকি সব ছাত্রশিবির আইডেন্টিফাই করতে হবে। তারপর ছাত্রলীগ স্টাইলে যেটা করছে সেটা করবে। আমার কথা, আমি যেখানে যাই সেখানে আসো, আমার সদস্য সম্মেলনে তোমাকে ইনভাইট করা হয়েছে, তোমাকে আমন্ত্রণ করা হয়েছে। আমরা ৭-৮ হাজার সদস্য, সবাই ছিল। সাংবাদিকরা ছিল, ভিডিও ফুটেজ আছে, আমি তো সবাইকে উন্মুক্ত করেই দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ব্যক্তিকে হাইলাইট করি না, এটা কোনও সিস্টেম না। ২৩০ জন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিলাম, যার মধ্যে ২০০ জন সদস্য, যাদের কোনও কাজ নেই। পরিচয় দিলাম কেন্দ্রীয় কমিটির সদস্য, কী কাজ তোমার? আমার কোনও কাজ নেই। শিবিরের এমন কোনও ফাংশন নেই। আমরা শুধুমাত্র স্পেসিফিক দায়িত্ব বণ্টন করে দিই, এটা ছাত্রশিবিরের স্ট্রাকচারাল ঐতিহ্য।'

মো. নুরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে ছাত্ররা মিছিল কী চায় আসলে? ছাত্রশিবিরের নামে স্লোগান হোক এটা কি শিক্ষার্থীরা চায়? আমরা ৫ তারিখের পর ঘোষণা দিয়েছি। যেটা ছাত্ররা চায় না সেটা আমরা করবো না। ছাত্ররা চায় ইফতার মাহফিল, আমরা প্রতিদিন ২-৩ লাখ টাকার ইফতার করাচ্ছি। কয়েক হাজার ছাত্র ইফতার করছে। ছাত্ররা যা চাচ্ছে আমরা তাই করছি। সায়েন্স ফেস্ট করেছি, প্রকাশনা উৎসব করেছি, ছাত্ররা প্রশংসা করেছে। ছাত্ররা মিছিল, মিটিং, ভায়োলেন্স, গ্যাঞ্জাম এগুলো চাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর আমরা চাচ্ছি রাজনীতির একটা গুণগত পরিবর্তন হোক। বুদ্ধিবৃত্তিক একটি রাজনীতি অর্থাৎ দলীয় পারপাস এজেন্ডা বাস্তবায়ন হবে না, দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাউকে জোর করে মিছিলে নেওয়া যাবে না, সিট বণ্টনের নামে কাউকে জোর করে রাজনীতির মধ্যে নেওয়া যাবে না।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১৯ নং কক্ষে শাখা ছাত্রশিবির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে যখন সবাই নিউজ করা বন্ধ করে দিয়েছিল, ঠিক সে সময়ও ক্যাম্পাস সাংবাদিকরা সাহস নিয়ে নিউজ করেছেন। ক্যাম্পাস সাংবাদিকরা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না। ক্যাম্পাস সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা কারও পারপাস সার্ভ করার জন্য কাজ করেননি। স্বাধীনভাবে দেশের পক্ষে কাজ করে গেছেন।’

/আরআইজে/
সম্পর্কিত
জবিশিসের ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি
ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না ছাত্রশিবির: সমাবেশে নেতারা
সর্বশেষ খবর
বাংলাদেশে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার দাবি
বাংলাদেশে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার দাবি
আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার
আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার
কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ময়নুল হকের ১০০ একর জমি জব্দের আদেশ
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ময়নুল হকের ১০০ একর জমি জব্দের আদেশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’