X
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

‘আমাদের চেয়ে বড় মাফিয়া নেই’ মন্তব্যকারী এনসিপির সেই নেতাকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১১:১৩আপডেট : ১১ জুন ২০২৫, ১১:১৯

‘বিগত ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হতে চায়, তাদের বলবো আমাদের চেয়ে বড় মাফিয়া নেই’, চট্টগ্রামে এমন বক্তব্য দেওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতা জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে ওই নেতাকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়, গত ৯ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনীতে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। জনপরিসরে এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

প্রসঙ্গত, গত ৯ জুন দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এ নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক। আমরা বলবো, বিগত ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হতে চায়, তাদের বলবো আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।’

তিনি বলেন, ‘কেউ যদি আবার জাবেদ হতে চায় (সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী), আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেবো। এক্ষেত্রে সংখ্যা চিন্তা করার দরকার নেই। ১৮ জুলাই আমরা ২০-২৫ জন শাহ আমানত সেতু ব্লক করি। এমন কম সংখ্যক ছাত্র–জনতা নিয়ে যদি আমরা আনোয়ারা-কর্ণফুলী থেকে চট্টগ্রামে গিয়ে নেতৃত্ব দিতে পারি তাহলে এখন কেন পারবো না।’

সেদিন এনসিপি’র এই নেতা আরও বলেন, ‘কেউ কেউ ভালোবেসে যখন জুলাই–যোদ্ধা বলে, তখন আমরা অনুপ্রাণিত হই। তখন দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা হীনমন্যতা রাখবেন না। আমরা যারা এখানে আছি, এখান থেকে চেয়ারম্যান, মেম্বার, মেয়র হবে।’

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা
আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার
আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ
সর্বশেষ খবর
লাল কার্ড পেয়ে তিন ম্যাচ সাসপেন্ড সাগরিকা
লাল কার্ড পেয়ে তিন ম্যাচ সাসপেন্ড সাগরিকা
রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা
রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা
আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার
আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার
তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সোহেল তাজের
তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সোহেল তাজের
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
গোপালগঞ্জে সহিংসতার দায় কার
গোপালগঞ্জে সহিংসতার দায় কার