X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বিচার বিভাগ স্বাধীন বলেই দুই মন্ত্রীর বিরুদ্ধে রায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৮:৩৫আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৮:৩৯

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেই মুক্তিযোদ্ধা ও খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আজ আদালত রায় দিয়েছেন। ড. হাছান মাহমুদ
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল স্টুডেন্টস্ পার্টি (ভাসানী) আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন,বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন,এ সরকার জবর-দখলের সরকার। আমি তাকে প্রশ্ন করতে চাই,সরকার জবর দখলের হলে আওয়ামী লীগের এই দুই জাদরেল মন্ত্রীকে কিভাবে বিচারের আওতায় আনলো আদালত?
সাম্প্রতিক সময়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনের সামালোচনা করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব বলছেন, তাদের নেতার বিরুদ্ধে ইন্টারপোলে কোনও ওয়ারেন্ট বের হয়নি। আমি তাকে বলতে চাই,তিনি এখন দু’দিকে ঝুঁলে গেছেন।কারণ,সবার পদ ঘোষণা করা হলেও তার পদ এখনও ঘোষণা করা হয়নি।তিনি এখন তারেক  রহমানকে ‘তার নেতা,তার নেতা বলছেন।’ পদ পেতেই ফখরুল এটা করছেন বলে আভাস দেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের জাতীয় স্মৃতিসৌধে যাওয়া প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ওই স্থানে গিয়ে স্থানটিকে অপবিত্র করেছেন।কারণ তিনি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেন।তার আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তিনি তা করেননি।’
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা না দেওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,আদালত অবমাননার জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।’
সাবেক এই পরিবেশ ও বনমন্ত্রী আরও  বলেন,‘ আদালতের বিরুদ্ধে যারা হরতাল ডাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা রায়ের বিরুদ্ধে হরতাল ডাকে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন,‘পাঁচ জানুয়ারির নির্বাচনের সময় যারা পেট্রোল বোমা হামলা চালিয়ে শত শত মায়ের বুক খালি করেছেন তারা মানবতাবিরোধী অপরাধ করেছেন।বিশেষ ট্রাইবুনাল গঠন করে তাদের বিচারের আওতায় আনতে হবে।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মহাচোর আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন,‘ বাংলাদেশে আলী বাবা মহাচোরের পরে যদি কেউ থেকে থাকেন তিনি  হচ্ছেন তারেক রহমান।কারণ,তিনি হাওয়া ভবন তৈরি করে বাংলাদেশকে পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন।’

সংগঠনের আহ্বায়ক রুবেল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,তৃণমূল ন্যাপ ভাসানীর কো-চেয়ারম্যান পরস ভাসানী,বীর মুক্তিযোদ্ধা মো.শাহ আলম, সংগঠনের মহাসচিব মনোয়ার চৌধুরী মেরিন প্রমুখ।

এসআইএস /এমএসএম    

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ