X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

৩১ মার্চের মধ্যেই ছাত্রলীগের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ২১:৫৮আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২১:৫৮

বাংলাদেশ ছাত্রলীগ আগামী ৩০-৩১ মার্চ ছাত্রলীগের সম্মেলন হতে পারে বলে জানা গেছে। সোমবার বিকালে সম্মেলন বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষাৎ করেছেন। গণভবন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় ছাত্রলীগ নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আলাপকালে ছাত্রলীগকে দ্রুত সম্মেলন করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, আগামী ৩০-৩১ মার্চ সম্মেলন করার একটা সম্ভাব্য তারিখও নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গে আমাদের প্রতিদিনই দেখা হয়। ওনি আমাদের নেত্রী। আমরা বিভিন্ন বিষয়ে নেত্রীর সঙ্গে কথা বলেছি। বলি।’
সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন কিছু বলতে পারবো না। আগামী ১২ জানুয়ারি সংবাদ সম্মেলনে করে আনুষ্ঠানিকভাবে সব কিছু জানাবো।’

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জুলাই ২৮তম সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের বর্তমান কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটি প্রায় ২৯ মাস পার করলেও নতুন করে সম্মেলন হয়নি। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী সংসদের মেয়াদ দুই বছর, সে হিসেবে বর্তমান কমিটি আরও ৫ মাস আগেই মেয়াদ পূর্ণ করেছে।

/পিএইচসি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার