X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিএনপির রাজনীতি এখন জিয়া পরিবারের হাতে নেই: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৯:০০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:১২

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন-সমাবেশ ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ও মওদুদ আহমেদরা সুচতুরভাবে খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি এখন জিয়া পরিবারের হাতে নেই।’ সোমবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘অশুভ শক্তি বিএনপি, জামায়াত ও ড. কামাল গংদের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘ড. কামাল হোসেনের উদ্দেশ্য ছিল দুই নেত্রীকে মাইনাস করা। তারমধ্যে একটি উদ্দেশ্য সফল হয়েছে। সেটি হচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি এখন খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে।’  তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি এখন মির্জা ফখরুল, ড. কামাল হোসেনদের হাতে চলে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর মির্জা ফখরুল সাহেবরা ড. কামাল হোসেনের নেতৃত্বে সুচতুরভাবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছেন।’

জাতীয় ঐক্যফ্রন্ট মেয়াদ উত্তীর্ণ রাজনীতিবিদদের একটি ঐক্য দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ রাজনীতিবিদদের একটি ঐক্য হচ্ছে জাতীয় ঐক্য। যেই ঐক্যের নেতা হচ্ছে ড. কামাল হোসেন। তারা নাকি দেশব্যাপী সমাবেশ করবেন। সুতরাং সমাবেশের নামে ও সমাবেশের আড়ালে যদি কোনও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর দাঁতভাঙা জবাব দেবে।’

বিএনপি এখন কাগুজেবাঘ আর ড. কামাল হোসেনও বর্ষাকালের কোলাব্যাঙ দাবি  করে হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালে খালেদা জিয়া নেতৃত্বে ছিল। যখন খালেদা জিয়ার রাজনৈতিক জোস ছিল, তখন তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ৩০০ আসনের মধ্যে মাত্র ২৯টি সিট পেয়েছিল। এখন খালেদা জিয়া জেলে, তারেক রহমান পালাতক আর তাদের নেতাকর্মীরা গর্তের ভেতরে, আর ড. কামাল হোসেনের আওয়াজ আছে কিন্তু শক্তি, সামর্থ্য নেই। কোলাব্যাঙ যেমন আকারে অত্যন্ত ছোট কিন্তু আওয়াজ অনেক বড়, ড. কামাল হোসেন, আ স ম রব, মাহমুদুর রহমান মান্নাও হচ্ছেন বর্ষাকালের সেই কোলাব্যাঙ। তাদের আওয়াজ বড় কিন্তু কোনও কিছু করার শক্তি, সামর্থ্য তারা রাখেন না।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ সালের নির্বাচন ভণ্ডুল করার চেষ্টায় ব্যর্থ হয়ে তারা এখন ভিন্ন পন্থা অবলম্বন করার অপচেষ্টা করছে। সুতরাং সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই সব মেয়াদোত্তীর্ণ রাজনীতিবিদ ষড়যন্ত্রকারীদের সমূলে রাজনীতির মাঠ থেকে উৎখাত করতে হবে।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়িকা ফারহানা আমিন নতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ