খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা খুঁজছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ চিকিৎসকদের কোনও বক্তব্য নেই। প্রথম থেকেই রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপি ও মির্জা ফখরুলরা ফায়দা লোটার অপচেষ্টায় ব্যস্ত হয়েছেন।’
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে মিরপুরের ‘সিদ্ধান্ত হাইস্কুল’ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি ইউনিটের সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা খালেদা জিয়ার মৃত্যু কামনা করি না। বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে চিকিৎসা নিতে দিচ্ছেন। আমরাও চাই তিনি উন্নত চিকিৎসা পান। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ কোনও চিকিৎসক কথা বলেননি। বিএনপি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারে, প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনতে পারে। সেখানে তাদের কোনও প্রচেষ্টা, কোনও আগ্রহ দেখি না। তারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চিন্তা করে না। তাদের চিন্তা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক ফায়দা লোটা।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এই এগিয়ে যাওয়ার পথে সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করছে। দুর্নীতিবাজ সন্ত্রাসী শক্তি শেখ হাসিনার কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ব্যস্ত। তারা এখনও হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।’
নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত প্রতি মুহূর্তে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার জন্য আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করার চেষ্টা করে। সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে তারা পটপরিবর্তন করতে চায়। আইএসের পরিকল্পনা মাফিক তারেক রহমান, খালেদা জিয়া, মির্জা ফখরুলরা আমাদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চায়।’
সম্মেলনে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচি প্রমুখ বক্তব্য রাখেন।