X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা

ঢাকা কলেজ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৩:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:১৭

ঢাকা কলেজে নতুন করে কমিটি ঘোষণার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে বিজয় চত্বরে জড়ো হতে শুরু করে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল ক্যাম্পাসের পাশেই সায়েন্স ল্যাব মোড়ে অবরোধের পর আজ নতুন করে ক্যাম্পাসে জড়ো হয়েছেন তারা।

এসময় ‘জয়বাংলা’, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘ঢাকা কলেজের কমিটি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এক পর্যায়ে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সগীর আহমেদ ও ফুয়াদ হাসান পল্লবসহ সাবেক নেতারা এসে বর্তমান নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

ঢাকা কলেজ ছাত্রলীগের আগের কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মিথুন বলেন, ‘আমাদের সাবেক নেতারাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এখন পার্টি অফিসে অবস্থান করছেন। তারা আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে। আমরা পার্টি অফিসে যাবো, দেখি তারা কী আশ্বাস দেন।’

উল্লেখ্য, কমিটির দাবিতে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা রবিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এসময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের গাড়িবহরও আটকে দেয় তারা। পরে কমিটির আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে প্রায় এক দশক পর ২০১২ সালের ৪ অক্টোবর ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের ৫৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ফুয়াদ হোসেন ওরফে পল্লবকে সভাপতি ও সাকিব হাসান ওরফে সুইমকে সাধারণ সম্পাদক করা হয়। একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ২০১৩ সালের ২৯ নভেম্বর রাতে কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আসাদুজ্জামান আল ফারুক নামের এক ছাত্র নিহত হন। এর পরদিনই ঢাকা কলেজ শাখার কমিটি স্থগিত এবং সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাত নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এরপর প্রায় তিন বছর ঢাকা কলেজে ছাত্রলীগের কোনও কমিটি ছিল না। ২০১৬ সালের ১৭ নভেম্বর নূরে আলম ভূঁইয়া ওরফে রাজুকে আহ্বায়ক করে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর দুই মাসের মাথায় ২০১৭ সালের ২২ জানুয়ারি ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহ্বায়ক নূরে আলম ও যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়ার অনুসারীরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষের সময় কলেজের ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ভাঙচুর এবং সাতটি মোটরসাইকেলে আগুন দেন নেতা-কর্মীরা। ওই ঘটনায় সেদিনই আহ্বায়ক নূরে আলম ও যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়াসহ ঢাকা কলেজ কমিটির ১৯ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

এই কমিটি বিলুপ্ত বা স্থগিত না করা হলেও ক্যাম্পাসে কার্যত তা ‘বিলুপ্ত কমিটি’ হিসেবেই পরিচিতি পায়। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের আর কোনও কমিটি হয়নি।

আরও পড়ুন:

আশ্বাসে অবরোধ ছাড়লো ঢাকা কলেজ ছাত্রলীগ, যান চলাচল স্বাভাবিক

/ইউএস/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা