X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএনপিকে মোকাবিলা করবে ১৪ দল: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২৫

বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাকে দেশ অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ বলে মনে করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি ও কোনও ধরনের নাশকতা মেনে নেওয়া হবে না। তাদের মোকাবিলা করবে ১৪ দল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসায় ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, মানুষের অসহায়ত্বকে পুঁজি করে গণতন্ত্র ও ভোটের যে দাবি করছে বিএনপি, তার পেছনে মূল লক্ষ্য সংবিধান পরিবর্তন করা। বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নষ্ট করতে তারা দেশে অরাজকতা তৈরির প্রস্তুতি নিচ্ছে। সাংবিধানিক শূন্যতা এবং রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করতে রাজপথে নৃশংসতার পথ বেছে নিয়েছে তারা।

 ১৪ দল আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেবে জানিয়ে তিনি জানান, বিএনপি-জামায়াত অপশক্তির বিরুদ্ধে লড়বে তারা ঐক্যবদ্ধভাবে লড়বেন। বৈশ্বিক সংকটে সৃষ্ট দেশের সকল সমস্যা ১৪ দল একসাথে মোকাবেলা করাবে।

আমির হোসেন আমু আরও জানান, বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে  জনমত গড়ে তুলতে হবে। এজন্য বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে বৈঠক করবে ১৪ দলের নেতারা। জোটের দলগুলো সরব হবে দেশব্যাপী।

জোট সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে  বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ,,  গন আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, ন্যাপের  সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মৃনাল কান্তি দাস প্রমুখ।

 

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
১৪ দলের ‘ভবিষ্যৎ’ নিয়ে যা বলছেন শরিক নেতারা
আ.লীগের প্রার্থী ২৬৩ আসনে
দুই দফা রুদ্ধদ্বার বৈঠকে আ.লীগ নেতারা, এজেন্ডায় আসন সমঝোতা
সর্বশেষ খবর
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…