বিএনপির সাবেক কিছু নেতার নেতৃত্বে গঠিত ‘তৃণমূল বিএনপি’ সম্মেলন করেছে আজ মঙ্গলবার। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের প্রতিটি জনগণের রাজনীতি করার অধিকার রয়েছে, সুযোগ আছে। গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই যেকোনও রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারছে। এখানে কোনও রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করলে আমাদের বলার কিছুই নেই।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে এ এসব কথা বলেন তিনি। এর আগে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, জনগণের দল উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত এক হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে ও কর্মসূচি দিচ্ছে। আগামী নির্বাচনে তাদের জয়লাভের কোনও সম্ভাবনা নেই বলেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কারণ জনগণ তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তারা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে।
দলীয় সরকারে অধীনে নির্বাচন প্রতিহত করা হবে বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি বাধাগ্রস্ত করবে সেটা তাদের ব্যাপার। তবে আমরা বলতে চাই— দেশের জনগণ শান্তি, উন্নয়ন ও অগ্রগতি চায়। তারা দেশে সাংবিধানিক ধারাবাহিকতা দেখতে চায়। অসাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করার অশুভ তৎপরতা অতীতেও জনগণ নস্যাৎ করেছে ভবিষ্যতেও নস্যাৎ করবে।
হানিফ বলেন, আমরা বারবার বলেছি বিএনপিসহ সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য। আমরা আশা করছি বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে। কিন্তু কোনও দলের নির্বাচনে অংশ না নেওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। তা নিতে পারেন। কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে যদি বাধাগ্রস্ত করতে চায়, তাহলে সেটা জনগণ ও সরকার কঠোর হস্তে দমন করবে।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশেও দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। এতে হয়তো কিছু মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যেকোনও মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, সম্পাদকমণ্ডলীর সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, সেলিম মাহমুদ, আবদুস সবুর, আবদুল আউয়াল শামীম, সায়েম খান প্রমুখ।