X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিএনপি দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করছে। এরা গণতন্ত্রকে হত্যা করার মধ্য দিয়ে দেশে আবারও স্বৈরশাসন কায়েম করতে চায়। তারা দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে বিনষ্ট করতে চায়। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা, সে লক্ষ্য থেকে বিচ্যুত করে তারা দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ  উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নের নেত্রী হিসেবে সমাদৃত। আজকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ শেখ হাসিনাকে প্রাণ দিয়ে ভালোবাসে, ঠিক তখনই বিএনপি-জামায়াত শেখ হাসিনা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা দেশের ১৬ কোটি মানুষকে বিশ্ব দরবারে অসম্মানিত করতে চায়। এরা দেশের ভেতরের ও বাইরের ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে দেশকে শেষ করার চেষ্টা করছে।’

নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। তিনি দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার,  ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য ১৯৮১ সালে ১৭ মে দলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঐক্যের প্রতীক হিসেবে, বাঙালি জাতির মুক্তির প্রতীক হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ান। খুনিদের উত্তরাধিকার ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি দেশে ফিরে আসেন। তিনি দেশে ফিরে আসায় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। তিনি সামরিক জান্তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করেছেন।’

নাছিম আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২১ বছর লড়াই সংগ্রাম করেছেন। চারণের বেশে দেশের পথে-প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন। তিনি দেশের মানুষকে জাগ্রত করে দেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন। তার এ দীর্ঘ লড়াই-সংগ্রামে তিনি বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। ২১ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বাংলার মানুষ খুনিদের সব চক্রান্তকে ধ্বংস করে দিয়েছেন। তিনি কোনও শক্তির কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা হলেন সংগ্রামী ও আপসহীন। কীভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়, তা শেখ হাসিনা জানেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই সোনার বাংলাদেশে আর কখনও যদি কেউ তৃতীয় কোনও শক্তির মাধ্যমে গণতন্ত্র হত্যার চেষ্টা করে, আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব। তাদের প্রতিহত করার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রেখে পবিত্র সংবিধানকে আমরা সমুন্নত রাখবো। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সব অপশক্তিকে মোকাবিলা করবো। আর কাউকে আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে দেবো না। এই বিএনপি জামায়াতের সব অপকর্ম ও ধ্বংসের রাজনীতির বিরুদ্ধে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বদ্যিালযয়ের কোষাধ্যক্ষ এবং বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮
তালেবানের নিপীড়নের কথা বলতে শুরু করেছেন আফগান নারীরা
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার