X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচনি ইশতেহারে মতামত চেয়ে আ.লীগের গণবিজ্ঞপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ২১:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২২:০২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি ইশতেহার তৈরি করছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটি লিডারদের কাছে মতামত চেয়েছে দলটি। আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি সদস্য সচিব এবং দলটির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ তার প্রতিটি নির্বাচনি ইশতেহারে জাতিকে প্রদত্ত প্রতিটি অঙ্গীকার শতভাগ প্রতিপালন করেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের প্রতিটি ইশতেহারেই সরকারের নির্দিষ্ট মেয়াদের বাইরে দীর্ঘমেয়াদি নানা উন্নয়নের পথনকশা ছিল। এর প্রতিটিই অত্যন্ত সুচারুভাবে বাস্তবায়িত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই উপ-কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার কেবল একটি দলীয় ইশতেহার নয়; এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইশতেহার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এবং আবারও সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ নিতে পারে, এ বিষয়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত পাঠানোর জন্য দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটি লিডারদের অনুরোধ করা যাচ্ছে।

মতামত পাঠানোর ঠিকানা: সদস্য সচিব, নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়, বাড়ি ৫৩, সড়ক ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা। [email protected] এই ঠিকানায় ই-মেইল করা যাবে।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
কেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে না, আসিফ স্যার জবাব দিন: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগ নিষিদ্ধ হওয়ায় দেশবাসী প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে: প্রেস সচিব
হজে যাওয়ার পথে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চট্টগ্রাম চিড়িয়াখানায় দেয়াল ধসে ৫ শ্রমিক আহত
চট্টগ্রাম চিড়িয়াখানায় দেয়াল ধসে ৫ শ্রমিক আহত
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
আমরা ভারতের মতো ‘পুশ ইন’ করি না, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আমরা ভারতের মতো ‘পুশ ইন’ করি না, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগরভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগরভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত