X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ১৯:১২আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৯:১২

ঢাকা অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে কাদের বলেন, ‘মির্জা ফখরুল ক্ষমতা দখল করার জন্য নেতাকর্মীদের অতিরিক্ত কাপড় নিয়ে ঢাকা আসতে বলেছেন। তো আমরা কি দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। খেলা হবে। বিএনপির পরিণতি শাপলা চত্বরের থেকেও করুণ হবে।’

সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে  আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা কলেন। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত এ সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সভাপতিত্ব করেন।

বিএনপি ১৮ অক্টোবর ঢাকায় অবরোধ কর্মসূচি  ঘোষণা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটির খবর রাখেন? ১৮ তারিখ ঢাকা শহরে লোক জমায়েত করবে, অবরোধ করবে। এই শহরের সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করার কর্মসূচি তারা দিয়েছে। ১৮ অক্টোবরকে সামনে রেখে বিএনপি তাদের নেতাকর্মীদের ঢাকা আনতে শুরু করেছে। হোটেল খালি নেই। সব সিট তারা বুক করে ফেলেছে। নতুন বাড়ির খালি ফ্ল্যাট বুক করেছে। আবার ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখছে। মির্জা ফখরুল খোয়াব দেখছে।’

‘বিএনপি ভুয়া’ উল্লেখ করে তিনি বলেন, ‘ফখরুল মাঝে মাঝে আজগুবি বার্তা ছড়াচ্ছে। তিনি হাওয়া থেকে পাওয়া খবর বলেন। এখন ভালোই আছেন। টাকা-পয়সার নতুন চালান আসছে। মালপানি ভালোই। ডিসেম্বরের চেয়ে এখন সরবরাহ একটু বেশি। টাকার বস্তার ওপর বসে আছে ফখরুল। টাকা দিয়ে ডিসেম্বরে আন্দোলন হয়নি। ওই টাকার আন্দোলন গোলাপবাগের গর্তের মধ্যে চলে গেছে। এখন আবার আন্দোলন।’

তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্বের সমর্থন নাকি বিএনপির আন্দোলনে সাহস যোগাচ্ছে। মিথ্যা কথা আর কত বলবে। পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে— বিদেশে বলেছে, দেশে বলেছে, তারা বলেছে, বাংলাদেশের নির্বাচনে তারা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না। এ কথা আমেরিকা বলেছে। এ কথা ইউরোপও বলেছে। ফখরুল হাওয়া থেকে মিছা আজগুবি খবর…। খেলা হবে। ছাড় দেবো না। ডিসেম্বরে এর চেয়ে কড়া খেলা হবে। এখন চলছে কোয়ার্টার ফাইনাল। আগামী মাসে হবে সেমি ফাইনাল। জানুয়ারিতে গিয়ে হবে ফাইনাল খেলা। খেলা হবে। ভোট চোরাদের বিরুদ্ধে। অর্থ পাচারের বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে। লুটপাটের বিরুদ্ধে। জঙ্গিবাদের বিরুদ্ধে। ফাউল করলে লালকার্ড। রেডি হয়ে আছে। ১৮ তারিখে বঙ্গবন্ধু এভিনিউতে আমাদেরও জমায়েত হবে।’

বিএনপি চুরি করে ঢাকা শহরে প্রবেশ করছে অভিযোগ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ফখরুল বলেছেন, অতিরিক্ত কাপড় আনতে। ক্ষমতা দখল করার জন্য। তো আমরা কী দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। বিএনপিকে অবরোধ করা হবে। এখন চুরি করে ঢুকছো। এরপর পালাবার পথ পাবা না। শাপলা চত্বর থেকে শেষ রাতে পালিয়ে গেলো না? বলতে চাই না, শাপলা চত্বরের থেকে করুণ পরিণতি হবে বিএনপির। শেখ হাসিনা মাথা নত করবে না।’

তিনি বলেন, ‘ফখরুল সাহস পাচ্ছে বিদেশ থেকে। আমরা বাংলাদেশের জনগণের সমর্থন থেকে সাহস পাচ্ছি না। শেখ হাসিনার মতো সহসী নেতার নেতৃত্বের জন্য সাহস পাচ্ছি। আমরা কাউকে ভয় পাই না। যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, ততক্ষণ কোনও ভয় নেই। বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে আছে। থাকবে। ১৮ অক্টোবর আরও বেশি করে আসতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্দোলনের মিছিল বয়ে নিয়ে যাবো বিজয়ের বন্দরে।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতা প্রদীপ রায় গ্রেফতার
আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
নির্বাচন অংশ নেওয়ার সুযোগ পেলে আ.লীগ ১৫ শতাংশ ভোট পেতে পারে: সানেম
সর্বশেষ খবর
বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
ফিরে দেখা: ১০ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১০ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো