দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন চাঁদপুর জেলা শাখার সদস্য জাকিয়া সুলতানা শেফালী। পাবনা-৪ আসন (ঈশ্বরদী-অটঘরিয়া) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. সাহেদ ইমরান।
সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তারা।
এ সময় জাকিয়া সুলতানা শেফালী বলেন, ‘জনপ্রতিনিধি না হয়েও গত এক যুগের বেশি সময় বিভিন্ন সমস্যায় এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছি। এখন দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকতে, সেবা করতে চাই। স্মার্ট বাংলাদেশ গঠনে এবং নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে আমার বিশ্বাস নেত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন।’
১৯৯৮ সালে ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে ছাত্র রাজনীতি শুরু করা ডা. সাহেদ ইমরান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস করে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য। ‘আমরা শেখ হাসিনার সৈনিকের (অনলাইন গ্রুপ) মডারেটর এবং বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে কেন্দ্রায় শহীদ মিনারে সভা, সমাবেশের’ সংগঠক ডা. সাহেদ ইমরান বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উপ-কমিটির সদস্য, ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা সংস্থা রশ্মির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলার পরিচালক ও উপস্থাপক।
তিনি বলেন, ‘তারুণ্যের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে চাই। এবার মনোনয়ন পেলে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এলাকার মানুষের সমর্থন পাবো বলে আশা করি।’
এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।