X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মুন্সীগঞ্জে নৌকার নির্বাচনি ক্যাম্পে গুলি ও ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ০০:৪৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:৪৯

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় ওই ক্যাম্পের চেয়ার টেবিল-ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়ার বটতলা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পের চেয়ার টেবিল ভাংচুরের আলামত পেয়েছে পুলিশ।

নৌকা প্রতীকের সমর্থক বাবু মুন্সী অভিযোগ করে বলেন, নির্বাচনি প্রচারণার সময় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক, মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও মুন্সীগঞ্জ শহর ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর এর নেতৃত্বে হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, রতন ও হৃদয়সহ ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে হামলা করেছে। তারা কাঁচি মার্কার মিছিল করতে করতে অতর্কিতভাবে ক্যাম্পে হামলা এবং ফাঁকা গুলিবর্ষণ করেছে।

এদিকে মুন্সীগঞ্জ স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মুন্সীগঞ্জ সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম পাল্টা অভিযোগ করে বলেন, কাঁচি প্রতিকের প্রচারণা করতে গেলে নৌকার সমর্থকেরা টেঁটা ও কাঠের লাঠি নিয়ে হামলা করে। এ সময় কাঁচি প্রতিকের সমর্থক অয়ন দেওয়ানসহ আরও অনেকে আহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, নৌকার সমর্থকরা ইচ্ছাকৃতভাবে নিজেদের ক্যাম্পে গুলি করেছে। এ ঘটনায় আহত অয়ন ও লাকুমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের কারণ ও হামলাকারী চিহ্নিত করার জন্য মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
আরও ৫৫ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান