X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দি: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ১৫:১৪আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৫:১৪

দেশের গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দি এবং সংগত কারণেই ষোড়শ সংশোধনীর রায়ে সংসদকে ‘ডিসফাংশন’ উল্লেখ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভা (ছবি: ফোকাস বাংলা) সাবেক মন্ত্রী ড. খন্দকার হোসেন বলেন, ‘স্বাধীনতার পর গত ৪৬ বছরে এমন পরিস্থিতি তৈরি হয়নি। প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। সংবিধান প্রদত্ত ক্ষমতা বলেই আপিল বিভাগ ষোড়শ সংশোধনী বাতিল করেছেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনরায় চালু করেছেন।’

এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘তিনি নিজে রাষ্ট্রপতি থাকা অবস্থায় নিজের কাছে বিচারপতিদের অপসারণ ক্ষমতা না রেখে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর এই দায়িত্ব দেন।’

ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘রায়ের পর এভাবে সমালোচনা আদালত অবমাননার শামিল। আওয়ামী লীগ প্রথমে খায়রুল হককে দিয়ে কথা বলিয়েছে। তারপর তাদের দলের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করেছেন। এটা দেশের জন্য অশনি সংকেত। এখনকার আপিল বিভাগের সব বিচারপতিদের আওয়ামী লীগ নিয়োগ দিয়েছেন। আর এভাবে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করা বিচার বিভাগকে ধ্বংসের শামিল।’

দলের সভাপতি শাহাজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে সভার প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান। এছাড়া শেকৃবির শিক্ষকদের সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকুমার বড়ুয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

/এমটি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ