X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

খালেদা জিয়ার সুস্থ অবস্থায় না ফেরার আশঙ্কা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১৪:২৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৩৩

জিয়াউর রহমানের মাজারে ফুল দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা কারাবন্দি খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ অবস্থায় ফিরে না আসার আশঙ্কা দেখা দিয়েছে।’ রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানানো হয় সংগঠনটির পক্ষে থেকে। ১৯৭৮ সালে জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সবাই দেখেছেন খালেদা জিয়া সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে গিয়েছিলেন। আজকে তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজ হাতে খাবার খেতে পারেন না, এক পা’ কাজ করে না। পিজিতে তার সঠিক চিকিৎসা সম্ভব নয়।’

খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চান কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘জামিন পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেবেন কোথায় চিকিৎসা করাবেন।’ তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, জামিন তার অধিকার, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে জামিন আটকে রেখেছে। জামিন যেন না হয়, সে জন্য ব্যবস্থা নিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে স্পষ্ট, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা বৈধ নয়। এজন্য আমরা বারবার বলেছি, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ৭১ সালের সংগ্রামকে সামনে রেখে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। একটি নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ।’

সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে এই বিএনপি বলেন, ‘দেশে সমাজ বলে কিছু নেই। আজকে এমন এক সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে, যখন দেশে গণতন্ত্র নেই। সরকার জবর-দখল করে ক্ষমতায় বসে আছে। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন, সেই নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই সরকার।’

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ। 

/এএইচআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল