X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সমাবেশ করার চেষ্টা করছি: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব, স্পেসগুলোকে নিয়ে চেষ্টা করছি।’ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি অভিযোগ করেন, জনগণকে দমিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে।

খালেদা জিয়ার জামিন নাকচের ঘটনায় শনিবার দুপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। যদিও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সকালে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সমাবেশ করতে না দেওয়ায় রবিবার (১ মার্চ) ঢাকার থানায়-থানায় প্রতিবাদ করবে বিএনপি। এদিন সকালে সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনের কার্যালয়ে আসেন। সে সময়ে পুলিশ কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিল। বিএনপি মহাসচিব পুলিশকে গেইট থেকে কিছুটা দুরত্বে থাকার জন্য অনুরোধ জানান। পরে পুলিশ সরে যায়।



পুলিশের অবস্থান দেখে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, ‘এই স্বৈরতান্ত্রিক ও জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারা সমাবেশ করতে দিচ্ছে না। র‌্যালি করতে অনুমতি দেয় না। এটা এখন একটি গতানুগতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এতো অসুস্থতার পরেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। এটি অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি জনগণকে সংগঠিত করে দেশনেত্রীকে ফিরিয়ে আনার জন্য, তাকে মুক্ত করবার।’
পরে প্রায় দেড় ঘণ্টা নয়া পল্টনের কার্যালয়ে অবস্থান করে মির্জা ফখরুল কার্যালয় থেকে বেরিয়ে যান।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো ১৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
প্রবাসী আয়ে রেকর্ড১০ মাসে এলো ১৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণে ডিএসসিসির অনাপত্তিপত্র
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণে ডিএসসিসির অনাপত্তিপত্র
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে