X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাংবাদিকরা আজ লিখতে ভয় পায়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৪:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৪:৩৭

মানববন্ধনে মির্জা ফখরুল



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ‘অনেক সাংবাদিককে আজ নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। অনেককে হত্যা করা হয়েছে। সাংবাদিককে হত্যার কোনও বিচার হয় না। তাই আজ সংবাদিকরা লিখতে ভয় পায়।’ 

রবিবার (২৫ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি পালিত হয়। 
ফখরুল বলেন, ‘ভিন্নমতকে স্থিমিত করে দেওয়ার জন্য সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ যারা ভিন্নমত পোষণ করে, লেখালেখি করে, প্রচারের মাধ্যমে তারা কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সেই কারণে রুহুল আমিন গাজীকে একটা মিথ্যা মামলায়, মিথ্যা অপবাদ গ্রেফতার করা হয়েছে।’
করোনা মোকাবিলা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু তাই নয় তারা করোনাভাইরাসকে ব্যবহার করে দুর্নীতি-লুটপাটের পাহাড় গড়ে তুলেছে। আজকে প্রমাণিত হয়ে গেছে এই সরকার গণতন্ত্র বিশ্বাস করে না। শুধু জনগণকে বোকা বানানোর জন্য, গণতন্ত্রের মুখোশ পরে এক দলীয় শাসন ব্যবস্থা, প্রকৃতপক্ষে এক নেত্রীর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্র পরিচালনায়, দেশের মানুষের সমস্যা সমাধানে, দেশের মানুষের কল্যাণে সব কিছুতেই এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
মানববন্ধনে তিনি সাংবাদিক রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।


 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ