X
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
১১ আশ্বিন ১৪৩০

ড্রোনে বিএনপির সমাবেশ দেখছে কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৭:০৫আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৮:৩১

বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত বিএনপির সমাবেশের উপরে ড্রোন উড়তে দেখা গেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর দুইটা থেকে রাজধানীর নয়া পল্টন এলাকায় সমাবেশ চলছে। এদিন বিকালে পল্টন মডেল থানা সংলগ্ন পলওয়েল মার্কেট ও চায়না টাউন মার্কেটের উপরে কয়েকটি ড্রোন উড়তে দেখা গেছে। তবে কে বা কারা এই ড্রোন উড়িয়েছে, বিএনপি নেতারা তা বলতে পারেননি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে সমাবেশস্থল থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় দল সর্বোচ্চ শৃঙ্খলা মেনে সমাবেশ করছে। দলের নেতারা আরও গুরুত্ব সহকারে দেখছেন—কেউ কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে কিনা? ড্রোনের বিষয়টি দলের কারও জানার কথা নয়।’

সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, ‘সরকারের কোনও সংস্থা হয়তো আকাশে ড্রোন উড়িয়ে সমাবেশে উপস্থিতি দেখছে। কারণ, সাধারণ মানুষের ড্রোন ওড়ানোর অনুমতি নেই।’

এদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পল্টন, ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর এলাকা লোকে লোকারণ্য।

সমাবেশে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি’র প্রেসিডেন্ট
রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি’র প্রেসিডেন্ট
খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ
কয়লাখনি দুর্নীতিখালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ
১৮০ দিনের মামলা শেষ হয় না ৫ বছরেও
১৮০ দিনের মামলা শেষ হয় না ৫ বছরেও
শুরু হচ্ছে জাহাজ চলাচল, কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
শুরু হচ্ছে জাহাজ চলাচল, কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
সর্বাধিক পঠিত
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি
আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি
‘নিজের অজান্তে’ হারিয়ে যাওয়ার কথা জিডিতে লিখলো পুলিশ
প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ‘নিজের অজান্তে’ হারিয়ে যাওয়ার কথা জিডিতে লিখলো পুলিশ
ভবিষ্যতের জন্য ডলার বুকিংয়ের সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক
ভবিষ্যতের জন্য ডলার বুকিংয়ের সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক