X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সমাবেশ মাঠে কফিন নিয়ে মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৭

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার উদ্দেশ্যে শুক্রবার থেকেই দূর-দূরান্ত থেকে রাজধানীর যাত্রবাড়ীর গোলাপবাগ মাঠে উপস্থিত হয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী। শনিবার প্রথম প্রহরে (১০ ডিসেম্বর) সরেজমিন দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গুলিতে দলের নিহত নেতাকর্মীদের হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। লাশের কফিন নিয়ে সমাবেশ মাঠে ‌‘স্বৈরাচারীর পতন চাই’, ‘নুর আলম হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন– ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগরের নেতাকর্মীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য নেতাকর্মী।

স্লোগানে মিছিল করা নেতারা বলেন, ‘পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা শাওন প্রধান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের নেতা শহিদুল ইসলাম শাওন, বেনাপোল পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল আলিম, সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানু, নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতা অমিত হাসান অনীক, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল নেতা নয়ন, মোহাম্মদ ইউসুফ আব্দুল জব্বারসহ অসংখ্য নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে।’

ঢাকা দক্ষিণ যুবদলের রাহাত খান নামের এক নেতা বলেন, ‌পুলিশ নির্বিচারে টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে অনেক আগেই। এখন তারা পুলিশ লীগ দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তা আর পারবে না।’

কফিন নিয়ে মিছিল করা সাজ্জাদ হোসেন নামে এক ছাত্রদল নেতা বলেন, ‘সরকারের নির্দেশে স্বৈরাচারী পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে। আমরা আর এর বিচার চাই না, আমরা নিজেরাই আমাদের ভাই হত্যার বিচার করবো।’

 

/এএইচএস/এমএএ/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া