X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কাল বিএনপিসহ যুগপৎ বিক্ষোভ, আসছে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৯

কাল শনিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্বমানব ভ্রাতৃত্ব দিবস। দিনটিতে ‘বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির ১০ দফা দাবি’ আদায়ে বিভাগীয় সমাবেশ হচ্ছে সারা দেশে। রাজধানী ঢাকায় বিএনপিসহ বিরোধী দলগুলো যুগপৎভাবে এবং সারা দেশে বিভাগীয় পর্যায়ে বিএনপি এককভাবে এ কর্মসূচি পালন করবে। অনুষ্ঠেয় এই সমাবেশ থেকে দেশব্যাপী কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো।

বিএনপিসহ কয়েকটি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবারের সমাবেশ থেকে আগামী ১৮-১৯-২০ ফেব্রুয়ারির দিকে দেশব্যাপী মানবপদযাত্রার ঘোষণা দিতে পারে বিএনপি। একইসঙ্গে যুগপৎ ধারায় যুক্ত দলগুলোও সমধর্মী কর্মসূচি দিতে পারে। এক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ ১১ ফেব্রুয়ারি রাজধানীতে কর্মসূচি পালন করবে।

নেতারা জানিয়েছেন, একক কর্মসূচির ভিত্তিতে চলমান সরকারবিরোধী আন্দোলনকে ধীরে-ধীরে সামনের দিকে এগিয়ে চান তারা। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও বিএনপির নেতৃত্বকে এ ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রতিটি কর্মসূচির পরই নতুন একটি কর্মসূচি দেওয়ার চিন্তা রয়েছে যুগপতে থাকা দলগুলোর নেতাদের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। এ দিনটির মধ্যেই গণতন্ত্র রক্ষার আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী সমাবেশ হবে। বিএনপিসহ যুগপৎ ধারায় যুক্ত দলগুলোও সমাবেশ করবে।’

শায়রুল কবির খান জানান, আগামীকাল ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। এতে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে সকাল ১১টা ৩০ মিনিটে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এতে জেএসডি সভাপতি আ স ম রবসহ গণতন্ত্র মঞ্চের নেতারা থাকবেন। বিজয়নগর পানির ট্যাংক পাম্প সংলগ্ন এলাকায় সকাল ১১টায় সমাবেশ করবে ১২ দলীয় জোট। এতে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ জোট নেতারা।

তিনি উল্লেখ করেন, শনিবার পুরানা পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে প্রিতম ভবনের উল্টো দিকে সকাল ১১টায় সমাবেশ করবে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’। মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে বিকাল ৪টায় সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম ঐক্য। কাওরান বাজারে এফডিসি-সংলগ্ন এলডিপি অফিসের সামনে বিকাল ৩টায় সমাবেশ করবে এলডিপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভাগীয় পর্যায়ের সমাবেশগুলোতে ড. খন্দকার মোশাররফ হোসেন,  মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,  ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, বরকতউল্লাহ বুলু ও  মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার