X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এখন সুপ্রিম কোর্টের ভোটও চুরি করছে আ.লীগ: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ১৭:২০আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৯:৫৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ এখন সুপ্রিম কোর্টের ভোটও চুরি করছে। এই অপকর্মের কারণে তাদের একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুধবার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত 'আমার রাজনীতির রোজনামচা' বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে এসব বলেন তিনি।

 প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আগে জানতাম জাতীয় নির্বাচনে তারা শুধু ভোট চুরি করে। আওয়ামী লীগ এখন সুপ্রিম কোর্টের ভোটও চুরি করছে। দেশের সর্বোচ্চ যে আদালত তার নির্বাচনে গতকাল রাতেই ব্যালট ছাপিয়ে সিল মারছিল আওয়ামী লীগ। সেটা বিএনপির আইনজীবীরা ধরে ফেলেছে। এ কারণে সেখানে প্রচণ্ড গোলযোগ হয়েছে। আমাদের যিনি সাতবার ঢাকা সুপ্রিম কোর্ট বারে নির্বাচিত হয়েছেন তাকে তারা (আওয়ামী লীগ) আঘাত করেছে, আক্রমণ করেছে। তার নাম দিয়ে এক হাজার আইনজীবীর ওপর মামলা করেছে। আমরা এ কোন দেশে বাস করছি। আওয়ামী লীগের এই অপকর্মের কারণে তাদের একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

জাতীয় প্রেস ক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: ফোকাস বাংলা)

‘সরকারের খাজানচি খালি হয়ে গেছে’ এমন মন্তব্য করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ে আমার ইনকাম ট্যাক্স আইনজীবী আমাকে বলেছেন, এখন থেকে নাকি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে। কেন দিতে হবে, কারণ তাদের (সরকারের) খাজানচি খালি। লোন নিচ্ছে সবখান থেকে। টাকা ছাপাচ্ছে, ব্যাংক থেকে টাকা চুরি করছে। দেশের কোনও ক্ষেত্রে এই সরকারের সাফল্য আছে? আমি বলবো শুধু মুখেই আছে।

 দেশের মানুষ সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ ভালো করে খাবার কিনতে পারে না। দেশের শতকরা ৮০ শতাংশ মানুষ আমিষ খেতে পারে না। দেশের মানুষ এখন গরুর মাংস, খাসির মাংস খেতে পারে না। এমনকি মাছে পর্যন্ত হাত দিতে পারে না। সেই দেশে তারা (আওয়ামী লীগ) গ্যাস, বিদ্যুৎসহ সব কিছুর দাম বাড়িয়ে চলেছে। তাদের তো আর এর বিল দিতে হয় না। জনগণের পকেট কেটে তারা (সরকার) এই বিল দেয়। ক্ষমতায় থাকার জন্য তাদের যা যা করা দরকার তারা তা-ই করছে।

15-03-23-Mirza Fakrul Islam Alamgir_Book Lounching-6

খন্দকার মোশাররফের বইয়ের ভেতর বাংলাদেশের ইতিহাসের একটা বিরল চিত্র পাওয়া যায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বইটিতে তিনি তার মতামত খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমি ব্যক্তিগতভাবে খন্দকার মোশাররফের কাছে খুবই ঋণী। কারণ, অনেক সময় যখন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে থাকতাম, তখন তার কাছ থেকে পরামর্শ নিতাম। উনার বইটি এমন একটা সময় প্রকাশ পেয়েছে, যখন দেশের রাজনীতির ইতিহাস ধরে রাখতে এটি খুবই কার্যকর হবে। এমন সময় তার এই বইটি প্রকাশ পাওয়া খুবই সাহসের বিষয়। আমি তরুণদের অনুরোধ করবো, আপনারা অবশ্যই এই বইটি পড়বেন।

 আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, জিয়া পরিষদের সভাপতি ড. মো. আব্দুল কুদ্দুস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এম. আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, বিএনপি'র শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

/এএজে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
দেশ বর্ণবাদীদের কবলে, তারা দুটো ভাগ করে ফেলেছে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!