X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় লুটপাট সম্ভব নয়: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৪:৩০আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:৩০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কর্তৃত্ববাদী শাসক সবসময় নির্লজ্জ হয়। তারা চোখের সামনে লুটপাট করে, মিথ্যা বলে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেটা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মৎস্যজীবী দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে বিএনপির আইনজীবী ও সাংবাদিকদের যেভাবে পেটানো হয়েছে এটা অকল্পনীয় একটা ঘটনা। দেশের সর্বোচ্চ বিচারালয়ে এভাবে গুণ্ডামি হয় এটা ভাবা যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘কোর্টের, আইনের, বিচারের কী অবস্থা এটা আমরা সবাই প্রত্যক্ষ করছি। আমরা এখন দেখছি, যে লক্ষ্যে এই দেশ স্বাধীন করা হয়েছিল সেই লক্ষ্য পূরণ হয়নি। বর্তমানে দেশের মানুষ ভোট দিতে পারে না। এই সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে।’

বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘খালেদা জিয়া, রুহুল কবির রিজভী, মীর শরাফত আলী শফু, মুন্নাসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে। তাদের মুক্তি দিন, তা না হলে এ দেশের জনগণ জেলের তালা ভেঙে তাদের মুক্ত করবে।’

মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘পায়ের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। সমুদ্রের কাছে গেলে যেভাবে গর্জনের শব্দ ধীরে ধীরে স্পষ্ট হয়, আরও বেশি করে এসে আঘাত করে, সেই শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে। শাসক দল হয়তো শুনতে পাচ্ছেন না। কিন্তু এই পায়ের আওয়াজ যত দীপ্ত হবে, ততো জোরে ধাক্কা দেওয়া হবে।  সেই ধাক্কায় এই সরকার পড়ে যাবে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। সেজন্য প্রতিজ্ঞা এবং শপথ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন– বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহাতাব, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

 

 

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ