X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

আবারও ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি-জামায়াত, যোগাযোগ শুরু

সালমান তারেক শাকিল
০৫ জুন ২০২৩, ১৪:৫১আপডেট : ০৫ জুন ২০২৩, ১৬:৪০

২০১৮ সালের পর নানাভাবে যোগাযোগ-বিচ্ছিন্নতা ও প্রকাশ্য জোটগত অবস্থান না থাকলেও আবারও বিএনপি-জামায়াতের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয়েছে। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির উচ্চ পর্যায়ের দুই নেতার সঙ্গে জামায়াতের একাধিক নেতার আলাপ হয়। সেই আলোচনায় উভয় দলের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর প্রক্রিয়ার বিষয়টিও স্থান পায়। বিএনপি ও জামায়াতের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

জামায়াতের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএনপির দুই সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে জামায়াতের একাধিক নেতার বৈঠক হয়। তবে বৈঠকটি কোথায় হয়েছে, তা জানা যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতির ভিত্তিতেই উভয় পক্ষের কাছে আসা বলে সূত্রের দাবি। 

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি ও জামায়াত পারস্পরিকভাবে যোগাযোগ করছে। উভয় দলের মধ্যে যোগাযোগ হচ্ছে।’

দলটির আরেক নেতা উল্লেখ করেন, ‘আলোচনা চলছে, যোগাযোগ হচ্ছে।’

যে কারণে দূরত্ব

মূলত ২০১৫ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মৌলবাদী দল হিসেবে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটবদ্ধতার বিষয়টি বিবেচনায় নেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক কমাতে শুরু করে বিএনপি। ওই বছরের আগস্টে অনুষ্ঠিত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে জামায়াতকে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন বিএনপির তৃণমূল নেতারা। যদিও ওই নির্বাচনে শেষ মুহূর্তে ধানের শীষ মার্কা দেওয়ার মধ্য দিয়ে সম্পর্কে আবারও উষ্ণতা ফিরে আসে উভয়পক্ষে। নির্বাচনের পর ধীরে ধীরে আবারও ঘনিষ্ঠতা কমিয়ে আনতে শুরু করে বিএনপি।

বিএনপি নেতারা জানান, ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে-আগে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে জোটসঙ্গী জামায়াতকে নিয়ে পর্যালোচনা শুরু করে বিএনপি। ওই পর্যালোচনায় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ভবিষ্যৎ রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোর গুরুত্ব অনেকাংশেই কম। সে কারণে জামায়াতের সঙ্গে বিদ্যমান জোটগত সম্পর্ককে নতুনভাবে দেখা প্রয়োজন। এক সদস্য ২২ পৃষ্ঠায় একটি বিস্তারিত পর্যালোচনাও উত্থাপন করে বৈঠকে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবেশী একটি রাষ্ট্রের কোনও পক্ষের পরামর্শে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি করে বিএনপি। পশ্চিমাদের সঙ্গে জামায়াতের সম্পর্ক ভালো। সেদিক থেকে বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষায় জামায়াতের ওপর আন্তর্জাতিক কোনও চাপ ছিল না।’

আজকালের মধ্যে পশ্চিমা একটি প্রভাবশালী রাষ্ট্রের ঢাকায় নিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের বৈঠক আছে বলেও জানান এই সদস্য।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একাধিক সূত্র বলছে, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃশ্যমান হবে না। তারা বিএনপির পাওয়ার পকেটের সঙ্গে যোগাযোগ রাখে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা মনে করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক মেইনটেইন করা সহজ ছিল।

সম্পর্কে টানাপোড়েন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মতো ২০২১ সালের শুরু থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার কাজ শুরু করে বিএনপি। এরপর নানা কর্মসূচিতেও বিএনপি-জামায়াত শীতলতা প্রকাশ্যে আসে।

২০২১ সালের ৩০ অক্টোবর ‘এই জামায়াত বাংলাদেশকে আজ এই জায়গায় নিয়ে এসেছে’ বলে দলটির ওপর ক্ষোভ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার মুখে শোনা যায়, ‘এসবই জামায়াতের ফাইজলামি।’

এরইমধ্যে ২০২২ সালের শেষ দিকে এসে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট তথা জামায়াতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়। একই বছর অন্যান্য বিরোধী দলের সঙ্গে মতবিনিময় করলেও জামায়াতের সঙ্গে প্রকাশ্যে কোনও বৈঠক থেকে বিরত থাকে বিএনপি।

বিলুপ্ত ২০ দলীয় জোটের বৈঠক (ফাইল ছবি)

ওই বছরের ২৬ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ দলীয় এক সমাবেশ বলেন, ‘আওয়ামী লীগের মুখে প্রায়ই শুনি, যেটা বুলি হয়ে গেছে। তারা প্রায়ই বলে, বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত। আমি বলছি, এখন সময় এসেছে আওয়ামী-জামায়াত, আওয়ামী-জামায়াত বলার। ওরা (আওয়ামী লীগ) জামায়াতের নিবন্ধন বাতিল করে, কিন্তু বেআইনি ঘোষণা করে না। তাহলে কি আমি বলবো, উনাদের ‘পরকীয়া প্রেম’ চলছে!’’ তার এই বক্তব্যের পর জামায়াত থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। দলের ভেতরে ও বাইরের ডানপন্থি রাজনীতিকদের চাপে পড়েন ইকবাল হাসান মাহমুদ।

প্রকাশ্যে ছাড়াও বিএনপির ভেতরে আরও বেশ কয়েকজন নেতা জামায়াতের সঙ্গে সম্পর্ক নিরোধের পক্ষে অবস্থান নেন। ওই নেতাদের মধ্যে একজন যিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন; নিজের নাম উদ্ধৃত না করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াতের অতীতের ইতিহাস সাক্ষ্য দেয়—তাদের সঙ্গে এখন সরকারের সম্পর্ক ভালো। এরপর বিদেশি দূতাবাসগুলোতে সম্পর্ক ভালো। এরপর বিএনপির সঙ্গে তাদের অবস্থান। বিএনপি এক্ষেত্রে তৃতীয়। সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার জন্য তারা অনেক কিছু করতে পারে।’

আবারও যুগপতে ঝুঁকবে জামায়াত?

গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত ১০ দফা ও ৩০ ডিসেম্বর গণমিছিলের সঙ্গে মিল রেখে একই কর্মসূচি পালন করে জামায়াত। যদিও ৩০ ডিসেম্বর মালিবাগ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এরপর থেকে যুগপৎভাবে কোনও কর্মসূচি পালন করেনি জামায়াত।

দলের নির্বাহী পরিষদের প্রভাবশালী একজন নেতা বলেন, ‘যুগপৎ আন্দোলনে শুরু করবো। মাঝখানে তো উনারা (বিএনপি) বন্ধ করছেন। আবার যোগাযোগ শুরু করছে। অপেক্ষা করেন।’

বিএনপির সূত্র বলছে, কোনও বিষয় নিয়ে এখন দ্বিধা থাকলেও ঈদের পর এক দফা আন্দোলনে যাবে বিএনপি, জামায়াতসহ অন্যান্য বিরোধী দলগুলো। সেক্ষেত্রে পরিস্থিতি নির্ভর করবে—জামায়াতের সঙ্গে কোন প্রক্রিয়ায় যাবে বিএনপি।

প্রসঙ্গত, আজ ৫ জুন ঢাকায় বায়তুল মোকাররমে বিক্ষোভ করার কর্মসূচি ছিল জামায়াতের। ডিএমপির অনুমতি না পাওয়ায় তারা আবারও আগামী ১০ জুন শুক্রবার একই স্থানে সমাবেশ ডেকেছে। দলের নীতিনির্ধারকদের একজনের মন্তব্য, ‘আমরা সমাবেশ করবো। তবে আমরা এখনই কোনও সংঘর্ষে যেতে চাই না। দেখা যাক, ১০ জুন কী করে পুলিশ।’

জামায়াতের ঘনিষ্ঠ একজনের দাবি, সরকারের উচ্চ পর্যায়ের একজন জামায়াতের উচ্চ পর্যায়ে ৫ জুনের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। যদিও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ প্রসঙ্গে কিছু অবহিত নন বলে বাংলা ট্রিবিউনকে জানান।


পুনরায় সম্পর্ক নিয়ে কি বলছেন বিএনপি নেতারা

জামায়াতের সঙ্গে বিএনপির পুনরায় কাছে আসার বিষয়ে বিএনপি নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কোনও কোনও প্রভাশালী নেতা মনে করেন, এখন আর বিএনপির সামনে জামায়াতকে প্রকাশ্যে সম্পর্কে আনার সুযোগ নেই।

সোমবার দুপুরে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াতকে আর বিএনপির সঙ্গে দরকার নেই। বিএনপির পরিচিতি, রাজনীতি, আত্মবিশ্বাস কিছুই ছিল না। বিএনপি ইতোমধ্যে রাজপথে একক শক্তি প্রদর্শন করে প্রমাণ করেছে—তাদের একলা চলা নীতির কারণে দলের রাজনীতি পরিষ্কার হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি শুদ্ধ হয়েছে। আপন শক্তিতে বলীয়ান হয়েছে। অনেক কর্মীও মনে করতো—জামায়াত না থাকলে বিএনপি পারবে না। কিন্তু বিগত এক বছরে তা ভুল প্রমাণিত হয়ে গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলয়ের একাধিক নেতা মনে করেন, সাংগঠনিক ভিত্তির কারণে জামায়াতকে আবারও মূল্যায়ন করার বিষয়টি সামনে আনছেন কেউ কেউ। বিএনপি জামায়াতকে ডাকেনি। বরং জামায়াতের অনুরোধে বিএনপি সাক্ষাৎ দিয়েছে।

তাদের দাবি, জামায়াত যুগপতে ফিরতে পারে। তবে তাদের কার্যক্রমে বিভ্রান্ত হয়ে আওয়ামী লীগ ও বিএনপি— দুই দলই ক্ষতিগ্রস্ত হবে। সুবিধা পাবে কেবল জামায়াত।

জানতে চাইলে সোমবার সকালে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমাদের মহাসচিব ও দুটি লিয়াঁজো কমিটি আছে—তাদের সঙ্গে কথা বলুন।’

পরে বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরও চার সদস্যকে ফোন করা হলেও তাদের সঙ্গে কথা বলা যায়নি।

আরও পড়ুন:

বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ বিশিষ্টজনদের

বিএনপির শীর্ষ নেতৃত্বকে জামায়াত ছাড়ার পরামর্শ স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের

‘এসবই জামায়াতের ফাইজলামি’, খন্দকার মোশাররফ ও দুদুর ক্ষোভ

জামায়াতকে ‘না’ করে দিয়েছে বিএনপি

জামায়াতের সঙ্গে কি আ. লীগের ‘পরকীয়া’ চলছে, প্রশ্ন টুকুর

চাপে পড়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির সঙ্গে মিল রেখে ১০ দফা দাবি জামায়াতের, ২৪ ডিসেম্বর গণমিছিল

জোট-দল মিলিয়ে সমন্বিত লিয়াজোঁ কমিটির আভাস: জামায়াত প্রসঙ্গ তোলায় বিএনপির ‘ধমক’

আমন্ত্রণ ছাড়াই বিএনপির অনশনে জামায়াত, পিটুনির শিকার কয়েকজন

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত না নিলে বিপদ হতে পারে, সরকারকে রিজভী
আ.লীগকে নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে: মির্জা আব্বাস
জামায়াত-শিবিরকে পাকিস্তানপন্থি বলায় রাশেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
কাস্টমস ও বন্দরের হয়রানির কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কমেছে
কাস্টমস ও বন্দরের হয়রানির কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কমেছে
পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা