X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
আ.লীগের উদ্দেশে মির্জা ফখরুল

‘কী করবেন পূজার ছুটিতে সিদ্ধান্ত নিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৯:১২আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:২৯

পদত্যাগ করবেন, নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন—পূজার ছুটিতে আওয়ামী লীগ নেতাদের এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই। সামনে কয়েকটা দিন সময় আছে। এই পূজার ছুটিতে আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা কী করবেন। পদত্যাগ করে সসম্মানে সেফ এক্সিট নেবেন, নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন? আমরা আবার তাদের আহ্বান জানাই, জনগণের ভাষা বুঝতে পেরে পদত্যাগ করে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিন।’

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আয়োজিত সরকার পতনের এক দফা দাবির জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) পরিকল্পনা হচ্ছে আমরা যারা নির্বাচন করতে পারি, এই ধরনের সব ব্যক্তিকে সাজা দিয়ে যদি নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে পারে তাহলে তাদের মাঠ পরিষ্কার। সেই আগের মতোই তারা নির্বাচন করে নিয়ে যাবে। কতটা ভীত হলে তারা আজ এই ধরনের ব্যবস্থা নিচ্ছে!’

নয়া পল্টনে দলের জনসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: ফোকাস বাংলা)

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে তো এখন প্রেসিডেন্ট নাই। নাই মানে? সংবিধানে নিয়ম আছে, রাষ্ট্রপতি যদি বাইরে যান, তাহলে কাউকে দায়িত্ব দিতে হবে। এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। মানে এখন এই রাষ্ট্রের কোনও রাষ্ট্রপতি নেই। অর্থাৎ ওইখানেও তারা (আওয়ামী লীগ) সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে।’

তিনি বলেন, ‘তারা সংবিধানকে পুরোপুরি লঙ্ঘন করছে। এরা মুখে সংবিধানের কথা বলে, কিন্তু সংবিধানের মূল বিষয়গুলো সংশোধন করে তারা ধ্বংস করে দিয়েছে। তারা সংবিধানের এক-তৃতীয়াংশ একজন ব্যক্তি ও একটি পরিবারের জন্য সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছে।’

নয়া পল্টনে বিএনপির জনসমাবেশ (ছবি: ফোকাস বাংলা)

সরকার অপকৌশলের আশ্রয় নিচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ফেসবুকে আজকের কর্মসূচি বাতিল করা হয়েছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরে প্রথম আলো জানিয়েছে এটা ফেইক নিউজ। এই সরকার জনগণের ভাষা বুঝে গেছে। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন অকৌশল নিচ্ছে। তার একটি বড় অংশ সামাজিক মাধ্যমে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। কিন্তু আজ লাখো মানুষের জনসমাবেশ প্রমাণ করেছে জনগণ তাদের প্রপাগান্ডায় বিশ্বাস করে না।’

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এখান থেকে ঘরে ফিরে বসে থাকবেন না। ফিরে গিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছাবেন—বাংলাদেশ জেগে উঠেছে, আপনারা জেগে উঠেছেন? এই জাগরণের মধ্য দিয়ে দেশের মানুষ এই সরকারের পতন ঘটাবে।’

নয়া পল্টনে বিএনপির জনসমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

আগামীর কর্মসূচি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আজ আংশিক কর্মসূচি ঘোষণা করছি। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবো। ওই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। ২৮ তারিখের মহাসমাবেশের পর আমরা আর থামবো না। টানা কর্মসূচি চলবে। অনেক বাধা-বিপত্তি আসবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাবো আমরা।’

জনসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন-

২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির

শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন, ওবায়দুল কাদেরের ‘শেষ বার্তা’

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে