X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সরকার দেশকে পৃথিবীর গণতান্ত্রিক শক্তিগুলোর শত্রুতে পরিণত করেছে: বুলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ১৬:০৯আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৬:০৯

সরকার বাংলাদেশকে পৃথিবীর গণতান্ত্রিক শক্তিগুলোর শত্রুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শুক্রবার (২০ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের ফরমায়েশি রায় বাতিল ও রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)।

বরকত উল্লাহ বলেন, বাংলাদেশ আজ ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনি (শেখ হাসিনা) দেশের ১৮ কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। বাংলাদেশকে পৃথিবীর সব বড় গণতান্ত্রিক শক্তিগুলোর শত্রুতে পরিণত করেছেন। সাদ্দাম হোসেনও আপনার (শেখ হাসিনা) মতো এভাবে দাম্ভিকতা প্রকাশ করেছিল। সেই খেসারত ইরাকের মানুষকে দিতে হয়েছে। ৩০ লাখ মানুষ ইরাকে জীবন দিয়েছে। এখনও ইরাকের অর্থনীতি ঘুরে দাঁড়ায়নি।

আসাদ একসময় দাম্ভিকতা দেখিয়েছে। সিরিয়ার অবস্থা কী হয়েছে আপনারা জানেন। গাদ্দাফি দাম্ভিকতা প্রকাশ করেছিল। লিবিয়ার অবস্থা কী হয়েছে আপনারা জানেন। আপনি (শেখ হাসিনা) এখন যে দাম্ভিকতা প্রকাশ করছেন, দেশের ১৮ কোটি মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলছেন, বাংলাদেশে ভাগ্য অনিশ্চিত হয়ে যেতে পারে। আমাদের সম্পদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলীন হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন, এত লোক কোথায় থেকে আসে। বিএনপির টাকার উৎস নাকি তিনি খুঁজে দেখবেন। আমরা বলতে চাই, সবাই নিজের টাকা দিয়ে, অনেকে ধান, চাল, পাট বেচে, বউয়ের গয়না বেচে এই সমাবেশে আসে। শেখ হাসিনা, আপনার মতো লুটের টাকা বিএনপির কাছে নেই। অতএব, দেশের সব মানুষ নিজের অর্থ দিয়ে আজকে আপনার (শেখ হাসিনা) পদত্যাগ চায়, নিজের পরিশ্রম দিয়ে আপনার পদত্যাগ চায়, নিজের বুকের তাজা রক্ত দিয়ে আপনার পদত্যাগ চায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, একদিকে শেখ হাসিনা বলছেন নির্বাচন হবে, অন্যদিকে সিইসি বলছেন, নির্বাচন কখন হবে, কবে হবে তিনি জানেন না। অতএব বাংলাদেশ আজ অনিশ্চিত অবস্থার মধ্যে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, এখনও সময় আছে আপনি (শেখ হাসিনা) যদি দেশের মানুষের ভালো চান, ১৮ কোটি মানুষের যদি নিরাপত্তা চান, তাহলে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে বৈধ ভোটের ব্যবস্থা করেন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই ব্যবস্থা করেন।

জিসপের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
সর্বশেষ খবর
থানা থেকে লুট হওয়া পিস্তল মাটির নিচ থেকে উদ্ধার
থানা থেকে লুট হওয়া পিস্তল মাটির নিচ থেকে উদ্ধার
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার