X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ফিলিস্তিন নিয়ে নীরবতার অভিযোগ: বিএনপির দাবি, ইস্যু পাচ্ছে না আ. লীগ

জুবায়ের আহমেদ
২৩ অক্টোবর ২০২৩, ১১:৩১আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২২:২৩

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে দেশের অভ্যন্তরে বিএনপি নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতাদের অভিযোগ, দেশের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপরত পশ্চিমা বিশ্বের সঙ্গে দৃশ্যত কোনও বিরোধিতায় না যেতেই ফিলিস্তিনি ইস্যুতে বিএনপি নেতাদের এই নীরবতা। এই অবস্থানের মাধ্যমে বিদেশি শক্তির প্রতি বিএনপির আনুগত্যই  প্রকাশ পাচ্ছে।

জবাবে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নেতাদের এমন ভাবনা অহেতুক। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশের মধ্যে নতুন কোনও রাজনীতিক ইস্যু খুঁজে না পাওয়ায় বিএনপির বিষয়ে মিথ্যাচার করছে।

ইতোমধ্যে (৯ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ ফিলিস্তিনির পক্ষে অবস্থান স্পষ্ট করেছেন জানিয়ে বিএনপির নেতারা বলেন, যেখানে খালেদা জিয়ার অবর্তমানে দলের প্রধান হিসেবে যিনি দায়িত্বে আছেন তিনি বিষয়টি স্পষ্ট করেছেন, সেখানে আলাদা করে বলার প্রয়োজন নেই যে বিএনপির অবস্থান কি। এছাড়া শনিবার (২১ অক্টোবর) ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কর্মসূচিও পালন করা হয়েছে।

তবে আওয়ামী লীগ নেতাদের সমালোচনা অব্যাহত রয়েছে। ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে প্রশ্ন তোলেন, ‘আমি দেখি অনেকেই (বিএনপি) চুপ থাকেন। কারণ যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা যদি আবার নাখোশ হয়। তাই যারা নির্যাতিত তাদের কথা বলার সাহস নাই।’

বিএনপির নেতাকর্মীদের চুপ থাকার বিষয়টির সমালোচনা করে আওয়ামী লীগ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ১৪ অক্টোবর তার ফেসবুক পেজে লেখেন – ‘ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের ওপরে এই ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে যেখানে পৃথিবীর সব বিবেকবান মানুষ সরব, সেখানে ইসরায়েল নাখোশ হবে এমন প্রতিবাদ করছে না বিএনপি।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আওয়ামী লীগের মতো আমরা একেক সময় একেক কথা বলি না। আমাদের পার্টি ডিসিপ্লিনড পার্টি। ফিলিস্তিনের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক্স প্লাটফর্মে অবস্থান স্পষ্ট করেছেন। আর তিনি যা বলেছেন তা আমাদের দলের পক্ষ থেকেই বলেছেন। এখানে আলাদা করে আমাদের প্রত্যেক নেতাদের বলার কিছু নেই। বরং আওয়ামী লীগের নতুন করে রাজনীতি করার কিছু পাচ্ছে না। তাই এসব ভিত্তিহীন ইস্যু দাঁড় করিয়ে রাজনীতি করতে চাচ্ছে। এগুলোর কোনও ধরনের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে নেই।’

বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘ফিলিস্তিনির বিষয়ে ইতোমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। আমরা ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থানের কথা জানিয়েছি। আমরা আহ্বান জানিয়েছি এই  রক্তপাত, প্রাণনাশের  যুদ্ধ বন্ধ হোক।’

‘ফিলিস্তিনে যা ঘটছে তা খুবই দুঃখজনক। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি না জানানোর তো কোনও কারণ নেই’  বলে উল্লেখ করেন বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। তার ভাষ্য, ‘আওয়ামী লীগ যা বলছে, তা কেবলই বলার জন্য বলা। এর সত্যতা নেই, আমাদের অবস্থান দৃশ্যমান।’

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘বিএনপিকে হেয় করার জন্য আওয়ামী লীগ এমন কোনও কাজ নেই যা করে না। তারা খেই হারিয়ে ফেলেছে, তাই কী বলছে না বলছে তার কোনও প্রসঙ্গিকতা নেই। জনগণ সব বোঝে।’

আরও পড়ুন- ফিলিস্তিন ইস্যুতে বিএনপির নীরবতার রহস্য কী?

/এসটিএস/এফএস/ 
সম্পর্কিত
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে