বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফা অবরোধের সমর্থনে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
রবিবার (৬ নভেম্বর) সকালে ৯টায় দয়াগঞ্জ মোড়ে অবস্থান নেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘দেশের হারানো গণতন্ত্র এবং ১৬ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি ছাত্রদল সমর্থন করে। দেশের এই ক্রান্তিলগ্নে রক্ত দিয়ে হলেও অবরোধ কর্মসূচি সফল করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।’
তিনি বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো আমরা।’