বিএনপিসহ বিরোধী দলগুলোর কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে তাদের স্বজনরা প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ কারাবন্দি নেতাকর্মীদের স্বজনরা হাইকোর্টের দিকে যেতে শুরু করলে পুলিশ তাদের থামিয়ে দেয়।
এরপর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে জানান, পুলিশ বাধা দেওয়ায় আমাদের চার সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান বিচারপতির কাছে যাবেন।
বাধার কারণ প্রসঙ্গে পুলিশের কাছে জানতে চাইলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবি আব্দুল হাই ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে আমরা বলেছি— মিছিল নিয়ে আপনারা স্মারকলিপি দিতে যেতে পারবেন না।আপনাদের প্রতিনিধি দল পাঠান। এরপর তারা এতে রাজি হয়ে জানিয়েছেন যে, তারা প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপি পাঠাবেন।’