X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

প্রতিবেশী দেশ আমাদের উইপোকার সঙ্গে তুলনা করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ১৫:২৪আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫:২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী দেশ প্রতিনিয়ত আমাদের ছোট করছে। আমাদের উইপোকার সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তার কোনও প্রতিবাদ করতে পারেন না। তিনি নিশ্চুপ, কারণ এটি একটি ডামি সরকার।

শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা সাইফুল আলম নিরবের মুক্তির দাবিতে এই আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজ সাধারণ মানুষের ক্ষুধা মেটানোর জন্য পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলেই বোধহয় পেট ভরে যাবে। ফ্লাইওভারের দিকে তাকিয়ে থাকলে পেট ভরে যাবে, এটা মনে করেন প্রধানমন্ত্রী। কারণ তিনি খাদ্য কিনবেন কি দিয়ে? রিজার্ভ তো তলানিতে। কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন, নিরবের মতো কারাগারে থাকতে হবে।’

তিনি বলেন, ‘আজ জাতীয় রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯ বিলিয়ন বলা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবে, সেই ক্ষমতা এখন আর বাংলাদেশের নেই।’

ভারতের কারণে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ত্যাজ্য করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘অবৈধ সরকার দেশের সব বিরোধীদল, সব গণতন্ত্রকামী মানুষকে কারাগারে ঢুকিয়ে রেখে দেশ শাসন করতে চাচ্ছে। জনগণশূন্য, ভোটার শূন্য, গণতন্ত্র শূন্য এমন একটি ফ্যাসিবাদী শাসন তিনি কায়েম করতে চান।’

রিজভী বলেন, প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু নির্বাচনকে ভয় পান, জনগণের ভোটকে ভয় পান। এ কারণে তার একটি শক্ত খুঁটি প্রয়োজন হয়। সেই খুঁটি পার্শ্ববর্তী দেশ।’

তিনি বলেন, ‘সীমান্ত চুক্তির পরও বাংলাদেশীদের হত্যা করছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক, একটু মাথা উঁচু করে কথা বলতে পারেন না। প্রধানমন্ত্রী আপনি কি পেয়েছেন তাদের কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য অধিকার তিস্তার পানি, গঙ্গার পানি সেটাও আপনি পাননি। তারপরও এত নতজানু কেন?’

যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুর্তাজুল করিম বাদরুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন– বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরসহ অন্যরা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বশেষ খবর
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
রাতে ইউরোপিয়ান ক্লাসিকো
রাতে ইউরোপিয়ান ক্লাসিকো
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা