X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

সরকারের সক্ষমতা কোথায়, প্রশ্ন মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৪, ১৬:৫৯আপডেট : ২২ মে ২০২৪, ১৭:৩৫

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন ‘সরকারের কারণেই’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেখুন কত বড় লজ্জার কথা… সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক, শেইম।’

বুধবার (২২ মে) বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। এ সময় তিনি ভারতে খুনের শিকার আওয়ামী লীগের এমপি’র ঘটনায় মন্তব্য করেন, ‘সরকারের সক্ষমতা কোথায়’।

আজিজ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এর জন্য দায়ী কে? এর জন্য (স্যাংশন) দায়ী তো এই সরকারই, এই শাসকগোষ্ঠী…তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার জন্য এ ঘটনাটা ঘটেছে। আমরা আগেই বলেছি, এর জন্য দায়ী এই শাসকগোষ্ঠী, এই সরকার। তারাই তাদের বিভিন্ন কাজে ব্যবহার করেছে।’

‘সেজন্য এদের (সরকার) সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনও বিকল্প নাই… এটাই একমাত্র পথ’, বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ‘আজকে অনেকবার বলা হয়েছে বিভিন্ন জায়গায় থেকে, মিডিয়াগুলো থেকে বিশেষ করে বাইরের মিডিয়া থেকে এই আজিজের (আজিজ আহমেদ) কথা। কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনও যেটা বলছে যে এটা নাকি রাজনৈতিক কথাবার্তা। এভাবে দেশকে, একটা জাতিকে তার মর্যাদা থেকে ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া... এটার অধিকার কারও নেই।’

‘সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার স্থল, একটি প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে সরকারের কারণে হেয়-প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই দেশের মানুষ মেনে নেবে না।’

র‌্যাবের ওপর অতীতে নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখলাম র‌্যাবের যেসব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এলো, তা থেকে তো তারা (সরকার) কোনও শিক্ষা নিলো না। তাদের মধ্য থেকে একজন পুলিশ বাহিনীর আইজি হয়ে গেলেন… এখন বোধহয় আইজি আছেন। এটার কতটুকু ইমপ্যাক্ট পড়ে এ ব্যাপারে আমার ধারণা নেই।’

‘এ জন্য নাই যে এই ধরনের সরকারগুলো, যারা গায়ের জোরে দখল করে, রাষ্ট্রকে ব্যবহার করে, এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, যারা তাদের ক্ষমতাটাকে চূড়ান্ত করার লক্ষ্যে এই বাহিনীগুলোকে ব্যবহার করে—এটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য, আনফরচুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, শেইম।’

অভিযোগ করে তিনি বলেন, ‘আজকে এই সরকার পরিকল্পিতভাবে (বাংলাদেশকে) ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আজকে আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের সূচকে বাংলাদেশ যে অবস্থানে গিয়ে পৌঁছেছে… দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে পৌঁছেছে, সেটা অত্যন্ত ন্যক্কারজনক, দুঃখজনক… দেশের মাথা নিচু হয়ে আসে।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা কি এখনও এই সরকারের সক্ষমতা দেখেন—আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে? বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত একজন সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন… তার কোনও খবর দিতে তারা পারলেন না। না পারলো বাংলাদেশ সরকার, না পারলো তাদের বন্ধুরাষ্ট্র ভারত। তাহলে আমরা কী মনে করবো?’

‘এটা একমাত্র করছে দুর্নীতি করা, বিদেশের মাটিতে… টাকার পাহাড় তৈরি করা—এটাই কোনও ঘটনা কিনা আমরা জানি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে জীবননাশের উদ্দেশ্যে তার গাড়িতে হামলা এবং সেগুনবাগিচায় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপুসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফিরোজায় ঈদ কাটাবেন খালেদা জিয়া, দেশে-বিদেশে বিএনপি নেতারা
‘দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসছে আর ওনারা বসে বসে দেখছেন’
শিগগিরই আন্দোলন আরও বেগবান হবে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ