নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিতে চাই, তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত ইতিবাচক বিষয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে জুলাই ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করবো নির্বাচন কমিশন প্রস্তুতির কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করে তারা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। আমরা দাবি করছি, যেন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়। নির্বাচন কমিশন যেন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে এবং সেভাবে যেন তারা কাজ করে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলে পোশাক শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এটি একটি বড় সমস্যা তৈরি করবে। সরকারকে এ বিষয়ে মনোযোগ দিয়ে কাজ করা উচিত।’
সীমান্তে হত্যা নিয়ে ফখরুল বলেন, ‘সীমান্ত হত্যা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার বিষয় নয়।’
নির্বাচন হবে কী হবে না, রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি খুব আশাবাদী মানুষ। এখানে মান্না ভাই জানতে চেয়েছেন নির্বাচন হবে কী হবে না। অনেকে বলেছেন হবে না। কেন? নির্বাচন তো এদেশের মানুষ চায়, নির্বাচনের জন্য তো দেশের মানুষ প্রাণ দিয়েছেন। কারণ, মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্য দিয়ে। এ জিনিসগুলো নিয়ে আমি মনে করি কোনও সমস্যা নেই। যত দ্রুত সম্ভব সংস্কার কাজগুলো করে, আমরা নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্র উত্তরণের পথে যাই।’