X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস: সরকারের সব উদ্যোগে সহায়তা করবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২০:০৭আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:১০

জিএম-কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সব উদ্যোগে জাতীয় পার্টি সক্রিয়ভাবে সহায়তা করবে। এসময় তিনি জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের উদ্যোগকে সহায়তা করার নির্দেশ দেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব সংহতি আয়োজিত করোনা ভাইরাস মোকাবিলায় গণসচেতনতা সৃষ্টিতে মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবিলায় গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি উদ্বোধন হলো।  গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আগ্রাসী হয়ে উঠেছে। আতংক সৃষ্টি হয়েছে সারাবিশ্বে। উন্নত বিশ্ব করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা বিভিন্ন এলাকা, শহর ও রাষ্ট্র বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে আইসোলেশন করা কঠিন হয়ে যাবে। তাই, সচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষ যদি সচেতন হয়, তাহলেই করোনা মোকাবিলা অনেকটা সহজ হয়ে যাবে।

পরে জাতীয় পার্টি চেয়ারম্যান উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এসময় আরও বক্তব্য দেনজাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন।

এদিকে, আগামী ১১ মার্চ জাতীয় যুব সংহতির অনুষ্ঠেয় কেন্দ্রীয় সম্মেলন স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের করোনা ভাইস প্রতিরোধে যুব সংহতির সম্মেলন স্থগিত করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন পুনরায় আয়োজন করা হবে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?