X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

জোট গঠনের সিদ্ধান্ত নেই, শিগগিরই বৈঠক ডাকছেন জিএম কাদের

সালমান তারেক শাকিল
০৯ নভেম্বর ২০২৩, ২৩:২১আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২৩:৩৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনও জোট গঠনে নেই জাতীয় পার্টি, এমনটি জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সংসদে বিরোধীদলীয় এই উপনেতা প্রশ্নের উত্তরে বলেন, ‘না, কোনও জোট গঠন করছে না জাতীয় পার্টি। এ ধরনের সিদ্ধান্ত নেই।’

নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণার বিষয়ে জি এম কাদের বলেন, ‘আমরা দলের বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো। দ্রুতই বৈঠক ডাকা হবে। সেখানে আলোচনা করে জানাতে পারবো।’ তিনি উল্লেখ করেন, খুব দ্রুত তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে, রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে এখন শিডিউল (নির্বাচনের তফসিল) ঘোষণা করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।

জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। এ ক্ষেত্রে দলের একটি পক্ষ থেকে ‘বিএনপির সঙ্গে জোট গঠনে নানা রাজনৈতিক সুবিধার বিষয়ে’ আলোচনা হলেও আপাতত সেই অবস্থা নেই।

রওশন এরশাদপন্থি পক্ষ মনে করে, জি এম কাদের ‘সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাপাকে একটি কার্যকরী রূপ দেওয়ার দৃশ্যমান চেষ্টা করলেও’ দলের বেশ কয়েকজন এমপি বিষয়টিকে সহজভাবে নেননি। এর প্রকাশ ঘটে গত ২ নভেম্বর দলের ১৬ জন এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদে গিয়ে দেখা করেন। এই পর্বে জাপার চেয়ারম্যান, রওশন এরশাদসহ অনেকে ছিলেন না। সংসদে থেকেও সেখানে যাননি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

অবশ্য গত বছরের ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জি এম কাদের এবং জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সেখানে দলের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদও ছিলেন।

জি এম কাদেরের সমালোচকদের কেউ কেউ দাবি করেছেন, মূলত দলের সংসদ সদস্যদের প্রত্যাশাকে প্রাধান্য দিতে গিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন জি এম কাদের। আর এই ঐকমত্যের মধ্য দিয়েই রওশন এরশাদ পক্ষ জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে আবার সক্রিয় হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মনে করি আমরা এক হয়ে যাবো। নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই সিদ্ধান্ত হবে। আমরা এটা নিজেরা করি বা এক্সটারনালি হোক, তফসিলের আগেই বিষয়টি সুরাহা হয়ে যাবে।’

নির্বাচনকে কেন্দ্র করে ভাঙনের কোনও শঙ্কা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে গোলাম মসীহ বলেন, সেটা আমি মনে করি না। আলাদা হবে না। বরং ক্লিয়ার হয়ে যাবে ঐক্যবদ্ধভাবে কাজ হচ্ছে। এটাই আমার বিশ্বাস। এক পার্টি হিসেবেই সব হবে।’

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আমরা কোনও দলকে নিষিদ্ধ করার পক্ষে নই: জিএম কাদের
‘লোকসংগীত নিয়ে গবেষণায় মোস্তাফা জামান আব্বাসীর অবদান অনুকরণীয় হয়ে থাকবে’
খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত: জিএম কাদের
সর্বশেষ খবর
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
চতুর্দশপদী ও অন্যান্য
চতুর্দশপদী ও অন্যান্য
অটোরিকশায় করে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তারা
অটোরিকশায় করে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তারা
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’