X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

২৬ আসনে ছাড় পেলো জাতীয় পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১২

শেষ পর্যন্ত জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট শরিকদের ৩২টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ২৬টি আসনেই জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে ছাড় দেওয়া আসনগুলোর মধ্যে ২৫টি আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের প্রার্থীদের প্রত্যাহার করে নিয়েছে। আর একটি আসনে তারা আগে থেকেই প্রার্থী মনোনয়ন বাদ রেখেছে। অপরদিকে ১৪ দলীয় জোটের শরিক দলকে ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। ছাড় দেওয়া আসনগুলোর মধ্যে কুষ্টিয়া-২ আসনে তারা আগে থেকেই প্রার্থী দেয়নি। অন্য আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য বলেছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

আসন ভাগাভাগির প্রশ্নে জাতীয় পার্টির দুই প্রভাবশালী প্রার্থী কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা বঞ্চিত হয়েছেন। তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারীও এবার আওয়ামী লীগের ছাড়ের মধ্যে নেই। এদিকে টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য মাহবুব আরা গিনিকে তার আসনে ছাড় দিতে হয়েছে। আওয়ামী লীগ ঢাকা মহানগরে তিনটি আসন আগে ছেড়ে দিলেও এবার সেই তিনটি আসন নিজেদের দখলে রেখেছে। অবশ্য ঢাকা-১৮ আসনে নতুন করে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে। আসন ভাগাভাগিতে কিছু দিন আগে উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের দুই প্রার্থী বাদ পড়েছেন। তারা হলেন—পটুয়াখালী-১ আসনের আফজাল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. শাহজাহান। এই দুই প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নে একাদশের উপনির্বাচনে জয়ী হলেও তারা সংসদে বসার সুযোগ এখনও পাননি।

শরিক দলের মধ্যে আওয়ামী লীগ জাসদকে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশারফ হোসেনকে ছাড় দিয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া-২ বাদে অন্য দুটি আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ওয়ার্কার্স পার্টিকে বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন ও রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশাকে ছাড় দিয়েছে। পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুকে ছাড় দেওয়া হয়েছে।

জাতীয় পার্টিকে যেসব আসনে ছাড় দিয়েছে সেগুলো হলো—ঠাকুরগাঁও-৩ আসনে দলীয় প্রার্থী মো. ইমদাদুল হককে প্রত্যাহার করে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ, নীলফামারী-৩ আসনে দলীয় প্রার্থী মো. গোলাম মোস্তফার পরিবর্তে জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনে মো. জাকির হোসেন বাবুলের পরিবর্তে জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান, রংপুর-১ আসনে রেজাউল করিম রাজুর পরিবর্তে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে তুষার কান্তি মণ্ডলের পরিবর্তে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, কুড়িগ্রাম-১ আসনে মো. আছলাম হোসেন সওদাগারের পরিবর্তে জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে মো. জাফর আলীর পরিবর্তে জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে আফরুজা বারীর পরিবর্তে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা গিনির পরিবর্তে জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ সরকার।

এছাড়া বগুড়া-২ আসনে তৌহিদুর রহমান মানিকের পরিবর্তে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে মো. সিরাজুল ইসলাম খান রাজুর পরিবর্তে জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনে আসাদুজ্জামান বাবুর পরিবর্তে জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে মো. আফজাল হোসেনের পরিবর্তে জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, রবিশাল-৩ আসনে সরকার মো. খালেদ হোসেনের পরিবর্তে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ আসনের মো. আশরাফুর রহমানের পরিবর্তে জাতীয় পার্টির মো. মাশরেকুল আজম (রবি), ময়মনসিংহ-৫ আসনে মো. আব্দুল হাই আকন্দের পরিবর্তে জাতীয় পার্টির সালাহ উদ্দিন (মুক্তি), ময়মনসিংহ-৮ আসনে আব্দুছ ছাত্তারের পরিবর্তে জাতীয় পার্টির ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মো. নাসিরুল ইসলাম খানের পরিবর্তে জাতীয় পার্টির মো. মজিবুল হক, মানিকগঞ্জ-১ আসনে মো. আব্দুস সালামের পরিবর্তে মোহা. জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাসানের পরিবর্তে জাতীয় পার্টির শেরিফা কাদের, হবিগঞ্জ-১ আসনে ডা. মুশফিকুর হুসেন চৌধুরীর পরিবর্তে জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমের পরিবর্তে জাতীয় পার্টির মো. আবদুল হামিদ, ফেনী-৩ আসনে আবুল বাশারের পরিবর্তে জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে মোহাম্মদ আবদুস সালামের পরিবর্তে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে নোমান আল মাহমুদের পরিবর্তে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠকে ছাড়া দেওয়া হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সেলিম ওসমান। এই আসনে আগে থেকেই কোনও প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।

আরও পড়ুন:

আ.লীগ-জাপা আসন সমঝোতা চূড়ান্ত, ‘গলার কাঁটা’ স্বতন্ত্র প্রার্থী থাকছেই

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বহারা সিপিএম পার্টির কোটিপতি প্রার্থীরা
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বশেষ খবর
রাজধানীতে পার্বত্য জেলার ঐতিহ্যবাহী পণ্যের বিপণীবিতান উদ্বোধন
রাজধানীতে পার্বত্য জেলার ঐতিহ্যবাহী পণ্যের বিপণীবিতান উদ্বোধন
হিমাগারে সাড়ে ৬ লাখ ডিম, দুই ব্যবসায়ীকে জরিমানা
হিমাগারে সাড়ে ৬ লাখ ডিম, দুই ব্যবসায়ীকে জরিমানা
মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে: কিয়েভে ব্লিঙ্কেন
মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে: কিয়েভে ব্লিঙ্কেন
হবিগঞ্জে হত্যাকাণ্ড: যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ১০
হবিগঞ্জে হত্যাকাণ্ড: যাত্রাবাড়ী থেকে গ্রেফতার ১০
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ