X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

মানুষ জানে গুম-খুন সরকারের ইশারায়: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১৩:১৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৩:১৯

গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সারা দেশে যেসব গুম-খুন তা সরকারের ইশারায় হচ্ছে বলেই জনগণ মনে করেন। বৃহস্পতিবার নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রোগমুক্তি এবং ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
সরকারের চক্রান্ত ও অপকর্ম মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, দেশে গুম-খুন চলছে। এভাবে গুম-খুন চলতে দেওয়া যায় না। আপনারা সংগঠিত আছেন, আরও সংগঠিত হন। পদের জন্য গলা না শুকিয়ে জনগণের জন্য গলা শুকান। তাহলে দেশ ও গণতন্ত্র রক্ষা পাবে।
বিদ্যুৎ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের এত মেগাওয়াট বিদ্যুৎ কোথায় গেলো। বিদ্যুতের দাম বাড়ানো হলো। তাহলে জনগণ বিদ্যুৎ পায় না কেন? ঢাকা শহরের বিদ্যুতের অবস্থা যদি এই হয় তাহলে গ্রামগঞ্জের অবস্থা কি তা সহজেই অনুমান করা যায়।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা অত্যাচারী সরকারের অধীনে রাজনীতি করছি। দেশ ও গণতন্ত্র রক্ষা করার জন্য আন্দোলন চলছে। তরিকুল ইসলাম একজন আপদমস্তক রাজনীতিবিদ। দোয়া করি তরিকুল ইসলাম দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিবেন।

আরও পড়তে পারেন: বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না: প্রধানমন্ত্রী

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমও/

 

সম্পর্কিত
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান