ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জাসদ) সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তাদের দলে এমন সব লোক রয়েছে, যারা অনেক অভিজ্ঞ, অনেক আগে থেকেই তারা গুম-খুন করে এসেছে। মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাসদকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, বিএনপির তখন জন্ম হয়নি। এরা তখন আওয়ামী লীগের লোকজনদের গুম ও হত্যা করত, তাদের নেতা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) সম্পর্কে খারাপ ভাষায় বক্তব্য দিত, অশ্লীল ভাষা ব্যবহার করত।
শেখ হাসিনা আজ সেসব ভুলে গিয়ে নিজ দলের নেতাদের মূল্যায়ন না করে এসব অত্যাচারী-খুনিদের মূল্যায়ন করছেন। যে কারণে আজ দেশের এই অবস্থা বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়া আরও বলেন, ক্ষমতাসীনদের জঙ্গি দমনের নামে সাঁড়াশি অভিযানের কারণে পবিত্র রমজান মাসেও মানুষ ঠিকমতো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছে না। তারা কষ্টের মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে।
এসময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সমালোচনা করেন। তিনি বলেন, একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও খুনিরা ধরা পড়ছে না। অথচ শেখ হাসিনা বলেছেন তিনি সব জানেন। তাহলে কেন তাদের ধরছেন না? তিনিই আসল খুনিদের আড়ালে রেখে বা বিদেশে পার করে দিয়ে এখন বিএনপি ও অন্যান্য বিরোধী সব নেতাকর্মী এবং নিরীহ মানুষগুলোকে ধরে মিথ্যা মামলা দিচ্ছেন।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেইন, ভারপ্রাপ্ত মহাসচিব হাছিন আহমেদ, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, ড্যাব নেতা এ জেড এম জাহিদ হোসেন, সম্মিলিতি পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজীসহ প্রমুখ।
/এসটিএস/এমও/এএইচ/