X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঐক্যের ঘোষণা আসছে ছোট দলগুলোর

সালমান তারেক শাকিল
২৬ অক্টোবর ২০১৭, ২২:০৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২২:২৪

 

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না,  কাদের সিদ্দিকী ও আ স ম রব শিগগিরই ছোট রাজনৈতিক দলগুলোর ঐক্যের ঘোষণা আসছে। সব  জল্পনা-কল্পনা শেষে নির্বাচনকেন্দ্রিক জোটবদ্ধ হতে ঐকমত্যে পৌঁছেছে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টির নেতৃত্বাধীন তিনটি জোটের বাইরে থাকা বড় নেতাদের পাঁচটি ছোট দল। এই দলগুলো হলো—বিকল্প ধারা, গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। ইতোমধ্যে সম্ভাব্য এই জোটটির রাজনৈতিক এজেন্ডা ঠিক করতে রূপরেখা তৈরির কাজ করছে ‘ড্রাফটিং কমিটি।’ শিগগিরই এই ছোট দলগুলোর সমন্বয়ে গঠিত নতুন জোট দ্রুত আত্মপ্রকাশ করবে। সম্ভাব্য জোটের একাধিক উদ্যোক্তা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে সম্ভাব্য জোটের অন্যতম উদ্যোক্তা বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় ঐক্যের আগে রাজনৈতিক ঐক্য জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়, তাদের সবাইকে আমরা ডাকব। রাজনৈতিক এই ডাকটি এ সপ্তাহে আসবে আশা করি।’

নির্বাচনকেন্দ্রিক ছোট দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানালেন উদ্যোগের সমন্বয়ক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ সপ্তাহেই ঐক্যের ডাকা আসবে কিনা, বলতে পারছি না। তবে চেষ্টা করছি। একটা প্রোগ্রাম বেইজড ডিক্লারেশনের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে গোটা দুয়েক বৈঠক হয়েছে। আজকেও বৈঠক হবে।’

ঐক্যের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, ‘এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। সেক্রেটারি পর্যায়ে আলোচনা চলছে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন বড় দুই জোটের বাইরে তৃতীয় একটি জোট করতে বি চৌধুরী ও ড. কামাল হোসেনের ঐক্যের তৎপরতা চলছে গত এক বছরের বেশি সময় ধরেই। কোনও কোনও সময় তাদের ঐক্যে কয়েকটি বামপন্থী দলের যুক্ত হওয়ার কথা থাকলেও বাস্তবে কোনও অগ্রগতি দেখা যায়নি। তবে এরই মধ্যে পাঁচটি ছোট রাজনৈতিক দল একাধিকবার বৈঠকে মিলিত হয়েছে।  

ঐক্য নিয়ে এই দফায় পাঁচটি দল প্রথম বৈঠক করে চলতি বছরের ১৪ জুলাই। আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এদিন বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি বদিউল আলম মজুমদারও অংশ নেন। পরে ২ আগস্ট বারিধারায় বি চৌধুরীর বাসায় বৈঠক হয়। এই বৈঠকে অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিয়েই তিনি বি চৌধুরীর বাসায় যান। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর বিকল্প ধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বাসায় আরও একটি বৈঠক হয়। ওই বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, পাঁচ দলের সম্ভাব্য জোটের নাম এখনও ঠিক হয়নি। কিছুদিন আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণতান্ত্রিক ঐক্য নামে একটি নাম প্রস্তাব করে। তবে জোটসূত্র জানায়, এখনও নামের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। সেক্ষেত্রে কোনও কোনও নেতা শুধু ‘৫ দল’ রাখার পক্ষে মত দিয়েছেন।

জানা গেছে, ২৬ অক্টোবর বৃহস্পতিবার জোটের সম্ভাব্য রূপরেখা ঠিক করতে বৈঠকে মিলিত হয়েছে ‘ড্রাফটিং কমিটি’। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে এই কমিটিতে প্রত্যেক কমিটির প্রতিনিধি রয়েছেন।

সম্ভাব্য জোটের সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে এই জোট হলেও রাজনৈতিক শব্দ নির্ধারণ নিয়ে এখনও আলোচনা চলছে। রয়েছে বিতর্কও। কোনও কোনও দল ‘সুষ্ঠু নির্বাচন’ বলার পক্ষে। আবার কোনও দল চায় ‘অংশগ্রহণমূলক নির্বাচন’। জোটের রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ নিয়ে ‘ড্রাফটিং কমিটি’ রূপরেখার খসড়া তৈরি করলে এ নিয়ে শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। তবে প্রত্যেক নেতাই ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’-এরদাবির পক্ষে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তারা আরও জানান, প্রত্যেক দলই প্রস্তাব দিয়েছে। এখন এই প্রস্তাবগুলোর মধ্যে সমন্বয় করা হবে।

জানা গেছে, জোটের আরেক উদ্যোক্তা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিদেশে থাকায় এখনই শীর্ষ পর্যায়ের বৈঠক হচ্ছে না। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানালেন বি চৌধুরী ও সুব্রত চৌধুরী। তবে এ বিষয়ে তারা নিশ্চিত নন। 

এ বিষয়ে সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এজেন্ডা নিয়ে আলোচনা চলছে। ড. কামাল হোসেন দীর্ঘ সফরে বিদেশে আছেন। এখন রয়েছেন নিউইয়র্কে। নভেম্বর মাসের শুরুতে ফিরতে পারেন।’    

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে বি চৌধুরী ও ড. কামাল হোসেন জাতীয় ঐক্যের ডাক দেন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সমাবেশে রোহিঙ্গা ইস্যুতে তারা জাতীয় ঐক্য ছাড়াও একটি কমিটি গঠনের কথা জানান। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকাস্থ রাশিয়া, চীন ও ভারতের দূতাবাসে যাওয়া,  জাতীয় পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে দেশের পাঁচটি প্রধান শহরে সমাবেশ করা এবং ভারত, চীন ও রাশিয়ায় বাংলাদেশের দূত পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। যদিও পরের সপ্তাহেই ড. কামাল হোসেন বিদেশ চলে যান। এ কারণে রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের উদ্যোগটিও আলোচনার টেবিলেই থেমে থাকে।

অ্যাভোকেট সুব্রত চৌধুরী দাবি করেন, ‘আলোচনা চলছে। আশা করি উদ্যোগ দেখা যাবে।’

জানতে চাইলে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, ‘ড. কামাল হোসেন দেশে ফিরলে আমরা রোহিঙ্গা ইস্যুটি নিয়ে কাজ করব। এর আগে রাজনৈতিক উদ্যোগের ঘোষণাটি দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আলোচনার মধ্যে রোহিঙ্গা বিষয়টি আছে। বিভিন্ন দূতাবাসে যাওয়ার বিষয়টি এখনই হচ্ছে না। ড. কামাল হোসেন বিদেশে থাকায় এ বিষয়ে অগ্রগতি হয়নি। তিনি  দেশে ফিরলে আমরা ঠিক করে ফেলব।’

বি চৌধুরী আরও বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলে গেছেন। রোহিঙ্গাদের জন্য চাপ সৃষ্টি করা হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে ভারতে, চীনে ও রাশিয়ায় যেতে হবে। আমরা চাই, ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রধানমন্ত্রীর কথা বলা উচিত। উদ্যোগ নিতে আমাদের প্রধানমন্ত্রীকেও আমি আহ্বান জানাচ্ছি।’

ড. কামাল হোসেনের প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. কামাল হোসেনের জন্য কোনও উদ্যোগ আটকে থাকবে বা এগিয়ে যাবে, বিষয়টি তা না। বিষয়টিকে অনেকেই এভাবেই বলেন, যে তারা হচ্ছেন ইউজফুল ডেকোরেশন পিসের মতো, যাদের ইউটিলিটি আছে। তিনি হয়তো মনে করেন, যে উদ্যোগের ডাক দিয়ে দিলো, পরে কেউ চলে গেলো। তাই তিনি একটি কমিটমেন্টের মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে চান।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা