X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কর্মীদের আনা ফল পেলেন না খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১১

জেলগেটে খালেদা জিয়ার জন্য আনা ফলমূল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তার পছন্দের কিছু ফলমূল নিয়ে গিয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের দুই নেতার স্ত্রী। কিন্তু খালেদা জিয়ার পছন্দের সেসব ফল পৌঁছেনি তার কাছে। জেলগেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে ফল। জেলগেটের বাইরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) শেখ আমিনুল বাশার এ তথ্য জানিয়েছেন।
আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার জন্য ফল নিয়ে আসেন দু’জন। তারা হলেন— ‘অর্পণ বাংলাদেশ’-এর সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইন এবং স্বেচ্ছসেবক দল ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি এস এম জিলানির স্ত্রী রওশন আরা। কিন্তু জেলগেটের আগে নাজিমউদ্দিন রোডের শাহী মসজিদের সামনের ব্যারিকেডেই তাদের আটকে দেওয়া হয়।
জেলগেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে নিয়ে আসা ফলমূল এসময় বিথীকা ও রওশন আরা ২০ মিনিটের মতো অপেক্ষা করেন জেলগেটের সামনে। কিন্তু তাদের জেলগেট পর্যন্ত যেতে দেওয়া হয়নি এবং তাদের কাছ থেকে ফলও নেওয়া হয়নি। পরে তারা সেখান থেকেই ফিরে যান।
বিথীকা বিনতে হোসাইন বলেন, ‘আমরা মায়ের (খালেদা) জন্য ফল এনেছিলাম। তিনি এসব ফল পছন্দ করেন। কিন্তু পুলিশ আমাদের কারা ফটকের দিকে যেতে দেয়নি।’
জানতে চাইলে শাহী মসজিদের সামনে দায়িত্বরত সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) শেখ আমিনুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাউকে ভেতরে ঢুকতে দেওয়া কিংবা ভেতরে কিছু পাঠানোর এখতিয়ার আমাদের নেই। কে জেলগেটে যাওয়ার অনুমতি পাবেন বা কার মাধ্যমে কিছু পাঠানো হবে— এগুলো কারা কর্তৃপক্ষের বিষয়। এ বিষয়ে আমাদের কাছে কোনও নির্দেশনা নেই। তাই আমরা তাদের জেলগেটে যাওয়ার অনুমতি দিতে পারিনি। ব্যারিকেড থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।’
জেলগেটে ফল নিয়ে গিয়েছিলেন তারা এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ভেতরে কাউকে বা কোনোকিছু পাঠানোর কোনও এখতিয়ার আমাদের নেই। আমরা কেবল নিরাপত্তার দায়িত্বে আছি। এর বাইরে আমরা কিছু করতে পারব না।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। মামলায় খালেদা জিয়ার সন্তান ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরই খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় পুরাতন কেন্দ্রীয় কারাগারে।
আরও পড়ুন-
তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন
খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ, আটক ৩

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ